ইনসাইড গ্রাউন্ড

মাস্তুল ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স কিনে দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/07/2020


Thumbnail

করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই কাজ করছে সাকিব আল হাসানের গড়া ‘দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন’, যার যাত্রা শুরু মহামারী মোকাবেলার মাধ্যমেই। সাকিব সুদূর যুক্তরাষ্ট্রে বসেই নিজের ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশে সামাজিক সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নিজের ব্যাট বিক্রি করে বা অর্থ সংগ্রহ করে সাকিবের এই মহৎ উদ্যোগ নজর কেড়েছে অনেকের। আর এবার সাকিবের ফাউন্ডেশম এগিয়ে এসেছে করোনা সঙ্কটে আলোচনায় আসা মাস্তুল ফাউন্ডেশনের।

করোনা প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যক্তিদের দাফন সম্পন্ন করে প্রশংসিত হয়েছে মাস্তুল ফাউন্ডেশন। এর পাশাপাশি করোনা আক্রান্ত অসুস্থদের অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছে মাস্তুল ফাউন্ডেশন। তবে ফাউন্ডেশনের নিজস্ব অ্যাম্বুলেন্স না থাকায় ভাড়া অ্যাম্বুলেন্সে চলছিল বিনামূল্যের সেবা কার্যক্রম। যা তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে পড়ছিল। তাই এই সমস্যা দূরীকরণে অনলাইন ফান্ডরাইজিং ক্যাম্পেইন ‘অকশন ফর একশন’ কে তাঁরা জানায় যে, একটি নিজস্ব অ্যাম্বুলেন্স হলে করোনাতে আক্রান্ত ও মৃত ব্যাক্তিদের দাফন কাজে সহযোগিতা করতে পারবে।

এটি সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার চিশতি ইকবাল এটিকে সাকিব আল হাসানের নজরে এনেছিলেন, যিনি অতি দ্রুত সিদ্ধান্ত নেন ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ এর মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনকে সহায়তা করার। পরে অতিদ্রুত সময়ে মাস্তুল ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স কিনে দেয় সাকিব আল হাসান ফাউন্ডেশন।

এক ফেসবুক পোস্টে তথ্যটি নিশ্চিত করে সাকিব যা লিখেছেন তা হলো হুবহু এরকম- ‘মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্টার্ড সামাজিক প্রতিষ্ঠান। মাস্তুলের রয়েছে নিজস্ব স্কুল এবং এর বাহিরে ২২ টি স্কুলে, ১২ জেলায় ১১০০ সুবিধাবঞ্চিত গরিব শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, জুতা, মুজা, বই, খাতা সহ সকল শিক্ষার উপকরন দিয়ে সহযোগিতা করে আসছে। এর পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে। মাস্তুল রয়েছে পিতামাতাহীন/অনাথ/এয়াতিম বাচ্চাদের জন্য “মাস্তুল শেল্টার হোম” এখানে প্রায় ২১ জন বাচ্চা রয়েছে।

মাস্তুলের রয়েছে শেলাই প্রশিক্ষন কেন্দ্র, যার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের কর্মক্ষম করে তোলা হচ্ছে। এর বাহিরে স্বাবলম্বী প্রজেক্টের মাধ্যমে ৭০ জনকে স্বাবলম্বী করে তোলা হয়েছে। মাস্তুল ফাউন্ডেশন থেকে মৃত ব্যাক্তিদের জানাজা, দাফন কাফন কার্যক্রম ও সৎকার করা হয়ে থাকে। এই কোভিড ১৯ করোনা দুর্যোগে মাস্তুল থেকে করোনাতে আক্রান্ত মৃতদের দাফন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাস্তুলের রয়েছে অসহায় ও গরিবদের জন্য ফ্রী এ্যাম্বুলেন্স সার্ভিস ও স্বাস্থ্য সেবা।

সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাস্তুল ফাউন্ডেশন একত্রে সিদ্ধান্ত নেই যে যত দ্রুত সম্ভব এম্বুল্যান্স সেবা দিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত হওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে আমাদের এই সেবা নিয়ে হাজির হয়েছি। চাইলে দেশের এই ক্রান্তিলগ্নে আপনিও মাস্তুল ফাউন্ডেশনের এই সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। দাফনের কাপড়, পিপিই, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, গ্লাভস দিয়ে এগিয়ে এসে আপনিও আমাদের সাথে দেশের এই দুর্যোগে সমাজের পাশে দাড়াতে পারেন।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭