ইনসাইড গ্রাউন্ড

রেফারির সুবিধা পাচ্ছে রিয়াল, দাবি বার্সা সভাপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/07/2020


Thumbnail

গতকাল অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৬ তম মিনিটে ভিডিও এসিসট্যান্ট রেফারির কল্যাণে পাওয়া পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। সবশেষ ৫ ম্যাচের ৩ টিতেই পেনাল্টি পেয়েছে রিয়াল। আর এই নিয়ে ক্ষোভ টেবিলের দুই নম্বরে থাকা বার্সেলোনার সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউর।

বার্তামেউর দাবি, লা লিগাতে শুধুমাত্র একটি দলই রেফারির সুবিধা পাচ্ছে। অন্যদিকে বার্সেলোনাসহ অন্য ক্লাবগুলো ন্যায় সিদ্ধান্তুটাও পাচ্ছে না। এখানে একটি দল বুঝাতে যে রিয়ালের দিকে আঙুল তোলা হয়েছে সেটা পরিষ্কার, তবে বার্সা সভাপতির এমন মন্তব্য আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ক্লাব ফুটবল পাড়ায়।

বার্সা প্রেসিডেন্ট বার্তেমেউ বলেছেন, ‘সবাই যেমনটা চেয়েছিল ভিএআর (ভিডিও এসিস্ট্যান্ট রেফারি) তেমন হতে পারেনি। লকডাউনের পর এমন অনেক ম্যাচ দেখা গেছে, যেখানে একটা দল শুধু সুবিধাই পাচ্ছে আর অনেকগুলো দল ন্যায় পাচ্ছে না। শেষ কয়েক ম্যাচে সবাই দেখেছে যে কত জায়গা ভিএআর ব্যবহারই করা হয়নি।’

এদিকে রেফারির এ বিতর্কে রীতিমতো বিরক্ত হয়ে পড়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। বিলবাওয়ের বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘আমরা রেফারির কারণে জিতি, এমন কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। এটা আর বদলাবে না, তবে খেলোয়াড়দেরও সম্মান প্রাপ্য। কেউ আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭