ওয়ার্ল্ড ইনসাইড

পিছু হটছে চীন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/07/2020


Thumbnail

অবশেষে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ‘চোখে-চোখ’ অবস্থান থেকে কিছুটা পিছিয়ে গেল চীনের সেনাদল। ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উত্তেজনা কমাতে ‘বাফার জোন’ তৈরির উদ্দেশ্যেই চীনা সেনাদল পিছিয়ে গেছে।  তবে গালওয়ানেই শুধু সেনা পিছনোর প্রক্রিয়া শুরু হয়েছে। পূর্ব লাদাখের প্যাংগং লেকের উত্তরের ‘ফিঙ্গার এরিয়া’য় পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।

বিশ্লেষকরা বলছেন, ভয় পেয়ে চীনা সেনাদল পিছু হটছে এটা ভাবা ঠিক হবে না। এটা তাদের নতুন কোনো কৌশল হতে পারে। ভারত ইতোমধ্যেই গালওয়ানে অস্ত্র শস্ত্র মজুদ করেছে। যুদ্ধবিমানের মহড়াও চালাচ্ছে। এর প্রেক্ষিতে চীন নরুন কৌশল নিতে পারে। সেই কৌশলটা যুদ্ধের নাকি শান্তির সেটা এখনও পরিষ্কার নয়।

প্রসঙ্গত যে, গত ১৫ জুন গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট-১৪ অদূরে চীনা সেনাদের  সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। চীনেরও প্রায় ৪৫ জন সেনা হতাহত হয়েছিল বলে দাবি করেছিল ভারত। এরপর থেকেই গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র ভারতীয় ভূখণ্ডে চীনা সেনার উপস্থিতি ছিল। কিন্তু আজ ওই এলাকা থেকে প্রায় দু’কিলোমিটার সরেছে চীনের সেনাদল। ভারতীয় সেনাদলও আগের অবস্থান থেকে কিছুটা পিছিয়ে এসেছে বলে জানিয়েছে করেকটি সংবাদ মাধ্যম।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭