ইনসাইড গ্রাউন্ড

চলতি মাসেই মাঠে ফিরবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/07/2020


Thumbnail

করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা ক্রিকেট মাঠে ফিরবে আগামীকাল থেকে। নানারকম বিধিনিষেধ মেনে স্বাগতিক ইংল্যান্ড খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। এমন অবস্থায় কবে মাঠে ফিরবে টাইগাররা তা এতদিন অনিশ্চিত থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশেষে মুখ খুলল মাঠে ফেরা নিয়ে। জানালো খুব শীঘ্রই মাঠে ফিরতে যাচ্ছেন ক্রিকেটাররা।

করোনা পরিস্থিতি বিবেচনায় অবশেষে ক্রিকেট মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে ক্রিকেটারদের অনুশীলন। শুরুতে কিছুটা সংক্ষিপ্ত পরিসরে হলেও ঈদুল আযহার পর পুরোদমে চলবে অনুশীলন। গেল চারদিনের দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় এমনটাই আশা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এক সংস্থাটি। সম্প্রতি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। 

আকরাম খান বলেন, ‘করোনা পরিস্থিতি একটু ভালো হলেই আমরা ক্রিকেট ফিরিয়ে আনবো। আমরা আরও দশ পনেরো দিন দেখব। দেখেই ঈদের আগে হয়তো কিছুদিন অনুশীলন করে ঈদের পরে জোরেশোরে নেমে পড়ব।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭