ইনসাইড গ্রাউন্ড

বাতিল এশিয়া কাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/07/2020


Thumbnail

নানা জল্পনা-কল্পনার পর এবারের এশিয়া কাপ পড়ে গেল বাতিলের খাতায়। আগে থেকেই গুঞ্জন ছিল এবারের আসরের অনিশ্চয়তা নিয়ে। আর সেই অনিশ্চয়তার ধারাবাহিকতায় বাতিল হয়ে গেছে এ বছরের এশিয়া কাপ। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী এই তথ্য নিশ্চিত করেছেন।

নিজের জন্মদিনে ভারতীয় এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘এশিয়া কাপ বাতিল হয়ে গিয়েছে। এ বারে আর হচ্ছে না। আমরা আইসিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। দেখা যাক, কবে ওরা চূড়ান্ত ঘোষণা করে। তার পরে আইপিএল নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আমরা মাথায় রাখছি, যদি অক্টোবর-নভেম্বরের দিকে পরিস্থিতির উন্নতি হলে আইপিএল করা যায়। এই মুহূর্তে তার আগে ক্রিকেট শুরু হওয়ার সম্ভাবনা দেখছি না।’

এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে বিসিসিআই। ভারতে আয়োজন করা সম্ভব না হলে বিদেশের মাটিতে আয়োজনের পরিকল্পনাও চলছে। তবে আইপিএলের ভাগ্য কিছুটা নির্ভর করছে টি-টোয়েন্টি বিশ্বকাপের উপর। অস্ট্রেলিয়া যদি অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন না করে, তবে সেই সময়ে আইপিএল আয়োজন করার পরিকল্পনা বিসিসিআই সভাপতি সৌরভের।

প্রিন্স অব ক্যালকাটা জানান, ‘আমরা চেষ্টা করছি, দেশেই করার। আবারও বলছি, সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করবে দেশের পরিস্থিতির ওপর। অক্টোবর-নভেম্বরে যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ না হয় এবং আমাদের দেশের পরিস্থিতি অনেকটা উন্নতি হয়, তা হলে দেশেই আইপিএল করার কথা ভাবা যেতে পারে। তবে ভারতের বাইরে শ্রীলঙ্কা আর দুবাই নিয়ে কথাবার্তা চলছে। তবে আমাদের প্রথম পছন্দ অবশ্যই নিজেদের দেশে করা। যদি পরিস্থিতির উন্নতি হয় তবেই তা সম্ভব। আইপিএলে যে আটটা শহরের দল খেলে, তার মধ্যে পাঁচটা শহরেই করোনার প্রকোপ সাংঘাতিক। সেটাও মাথায় রাখতে হবে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭