ইনসাইড গ্রাউন্ড

ক্রিকেটের প্রত্যাবর্তন: কখন, কোথায়, কিভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/07/2020


Thumbnail

১১৭ দিন পর মাঠে ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আইসিসির নতুন কোভিড-১৯ নীতিমালা অনুসরণ করে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে প্রথম দিনের খেলা। ম্যাচের ভেন্যু সাউথ্যাম্পটনের এইজেস বোল। দর্শকশূণ্য স্টেডিয়ামের মধ্য দিয়ে ক্রিকেট ফিরবে মাঠে।

জো রুটের অনুপস্থিতিতে যে কোনো সংস্করণের ক্রিকেটে প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন বেন স্টোকস। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করতে যাওয়া ৮১ তম অধিনায়ক স্টোকস খেলতে নামবেন ক্যারিয়ারের ৬৪তম টেস্ট। তাঁর বিপরীতে টস করতে দেখা যাবে আরেক তারকা অলরাউন্ডার জেসন হোল্ডারকে। এখন পর্যন্ত খেলা ৪০ টেস্টের ৩২টিতেই উইন্ডিজের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

ক্রিকেট ফেরার ম্যাচটি টিভিতে সরাসরি দেখার জন্য দর্শকদের নজর রাখতে হবে সনি ইএসপিএন, সনি ইএসপিএন এইচডি, সনি টেন ওয়ান এবং সনি টেন ওয়ান এইচডিতে চ্যানেলগুলোতে। এছাড়া অনলাইনে সম্প্রচার করবে সনি লিভ অ্যাপ।

সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড

ররি বার্নস, ডম সিবলি, জো ডেনলি, জ্যাক ক্রলি, বেন স্টোকস, ওলি পোপ, জস বাটলার, ডম বেস, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন

ওয়েস্ট ইন্ডিজ

জন ক্যাম্পবেল, ক্রেইগ ব্রাথওয়েট, শামারহ ব্রুকস, শেই হোপ, রসটন চেজ, শেন ডওরিচ, জেসন হোল্ডার, রাহকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭