ইনসাইড গ্রাউন্ড

কাতালান ডার্বিতে বার্সার কষ্টার্জিত জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/07/2020


Thumbnail

গতকাল রাতে কাতালান ডার্বিতে বার্সেলোনা যেখানে শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখার মিশনে ব্যস্ত, নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওল তখন অবনমন এড়াতে লড়ছে প্রাণপন। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেও অবনমন এড়াতে পারেনি স্পেনের অতি পুরনো ক্লাব এসপানিওল। স্পেনে তাদের চেয়ে বেশি একটানা লা লিগায় খেলেছে কেবল তিন ক্লাব, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা আর অ্যাথলেটিক বিলবাও। সেই ধারায় ছেদ পড়েছে। ১৯৯২-৯৩ মৌসুমের পর আবার সেগুন্দা ডিভিশনে নেমে যেতে হচ্ছে এসপানিওল।

ক্যাম্প ন্যুতে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থাকা এসপানিওলের বিপক্ষে হেসেখেলেই জেতার কথা বার্সেলোনা। তবে মেসি–সুয়ারেজ–গ্রিজমানদের গোল উৎসব করতে দেয়নি এসপানিওল রক্ষণ। প্রথমার্ধে একের পর এক গোল মিস আর রক্ষণের দুর্বলতা ফুটে ওঠে বার্সেলোনার খেলায়। গোলের সুযোগ পেয়েও হাতছাড়া হওয়া প্রথমার্ধ গোলশূন্য রেখেই খেলা শেষ করে দুই দল।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর মিনিট দশেকের মাথায় গোলের দেখা পায় স্বাগতিকেরা। ৫৬ মিনিটে গ্রিজমানের ব্যাকহিলে মেসির নেওয়া শট আটকে গেলে বল পায় সুয়ারেজ। সুয়ারেজ অবশ্য ঠিকানামতো বল পাঠাতে ভুল করেননি। এর আগে বার্সেলোনার আনসু ফাতি আর এসপানিওলের পল লোজানো লাল কার্ড দেখে মাঠ ছাড়লো দশ জনের দলে পরিণত হয় দুই দলই। সুয়ারেজের গোলের পর অবশ্য ব্যবধান বাড়ানোর সুযোগ পান মেসি। তবে তাকে রুখে দেয় অতিথিদের গোলরক্ষক।

এসপানিওলের বিপক্ষে বার্সেলোনার এটি শততম জয়। এ জয়ের পর ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়ে গেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়ালের সংগ্রহ ৭৭ পয়েন্ট। অন্যদিকে ৩৫ ম্যাচে মাত্র ২৪ পয়েন্ট নিয়ে ২৭ বছর পর দ্বিতীয় বিভাগে নেমে গেল এসপানিওল।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭