ওয়ার্ল্ড ইনসাইড

অবশেষে মন্দির থেকে গ্রেপ্তার সেই মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/07/2020


Thumbnail

অবশেষে গ্রেপ্তার হয়েছেন ভারতে ৮ পুলিশকর্মীকে হত্যায় মূল অভিযুক্ত  উত্তরপ্রদেশের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার বিকাশ দুবে। এক সপ্তাহ পালিয়ে বেড়ানোর পর আজ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের একটি মন্দির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উত্তরপ্রদেশে তার দুই সহযোগী যখন দুটি পৃথক এনকাউন্টারে মারা যায়, ঠিক সেই সময়ই গ্রেপ্তার হন বিকাশ। বুধবারই এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিকাশের ঘনিষ্ঠতম সহযোগী অমর দুবের।

গত শুক্রবার কানপুরের চৌবেপুর এলাকার বিক্রু গ্রামে লুকিয়ে থাকা ডন বিকাশকে ধরতে গিয়ে নিহত হন আটজন পুলিশকর্মী। আগে থেকেই রেইডের খবর পেয়ে গিয়ে পুলিশের উপর হামলা চালায় বিকাশ ও তার শাগরেদরা। এরপর থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল এই অপরাধী। তার মাথার দাম রাখা হয়েছিল ৫ লাখ টাকা। খুন, অপহরণ, চাদাবাজি, সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোসহ ৬০টি মামলা রয়েছে বিকাশের বিরুদ্ধে।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭