ইনসাইড বাংলাদেশ

শেষ হলো করোনাকালের বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/07/2020


Thumbnail

শেষ হলো ভিন্ন আঙ্গিকে আয়োজিত করোনা কালের বাজেট অধিবেশন। করোনা সংক্রমণজনিত বৈশ্বিক মহামারির মধ্যে এবার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। গত ৩০ জুন সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস হয়েছে। স্বাস্থ্যঝুঁকির মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতায় সংসদের বৈঠক ডেকে এ বাজেট পাস করতে হয়েছে। এবার সাধারণ বাজেটের ওপর আলোচনা হয়েছে চার ঘণ্টা ২০ মিনিটের মতো। এ ছাড়া সম্পূরক বাজেটের ওপর আলোচনা হয়েছে এক ঘণ্টা। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীসহ বাজেটের ওপর মোট বক্তব্য দিয়েছেন ২১ জন সংসদ সদস্য। তাদের মধ্যে সম্পূরক বাজেটের ওপর ছয় জন এবং সাধারণ বাজেটের ওপর ১৫ জন বক্তব্য দিয়েছেন। অবশ্য তাদের মধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এবং বিএনপির হারুনুর রশীদ উভয় বাজেটের ওপর বক্তব্য দিয়েছেন। মোট নয়টি কার্যদিবস সংসদ চলার আজ ৯ জুলাই অধিবেশন শেষ হলো।

করোনা পরিস্থিতির মধ্যে বাজেট অধিবেশন পরিচালনা প্রশ্নে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘করোনা সংক্রমণের মধ্যে একটি বিশেষ পরিস্থিতিতে এ ধরনের একটি অধিবেশন পরিচালনার ক্ষেত্রে আমাদের ভিন্নধর্মী একটি পরিকল্পনা গ্রহণ করতে হয়েছে। অন্যান্য সময়ে যতটা সহজভাবে অধিবেশন পরিচালনা করা যায়, বর্তমান বাস্তবতায় এবার তা সম্ভব ছিল না। এই অধিবেশনে আমরা ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস করতে পেরেছি। এজন্য মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭