ইনসাইড গ্রাউন্ড

সৌরভ ভিত্তিহীন, এশিয়া কাপের সিদ্ধান্ত নিবেন পাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/07/2020


Thumbnail

কোন প্রকার আনুষ্ঠানিক ঘোষণার আগে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি জানান, চলতি বছরের এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। তবে এই মন্তব্যকে ভিত্তিহীন দাবি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির মতে গাঙ্গুলি নন, বরং এশিয়া কাপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (সভাপতি) নাজমুল হাসান পাপনের।

গতকাল এক ইনস্টাগ্রাম লাইভে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানালেন নতুন খবর। এশিয়া কাপের এবারের সংস্করণ বাতিল হয়ে গেছে বলে সেই লাইভ চ্যাটে জানিয়েছিলেন তিনি। তবে গাঙ্গুলির সেই বক্তব্যকে ‘ভিত্তিহীন’ বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দীর্ঘ বিরতির পর ডিসেম্বরে ভারত প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বলে লাইভ চ্যাটে জানিয়েছেন গাঙ্গুলি, আর তার সাথেই এশিয়া কাপের বাতিলের খবরটিও প্রকাশ করেন তিনি। নিজের জন্মদিনের দিন সৌরভ বলেন, ‘ডিসেম্বরে আমরা প্রথম পূর্ণাঙ্গ সিরিজ খেলব। আর সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল, সেটা বাতিল হয়ে গেছে।’

তবে পিসিবির মিডিয়া ডিরেক্টর সামিউল হাসান বার্নি গাঙ্গুলির মন্তব্যকে ‘ভিত্তিহীন’ হিসেবে উল্লেখ করেছেন, ‘গাঙ্গুলির মন্তব্যে আমাদের কার্যক্রমে কোনও প্রভাব পড়বে না। সে প্রতি সপ্তাহে মন্তব্য করলেও সেগুলো ভিত্তিহীনই থাকবে। এশিয়া কাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে এসিসি। এসিসি প্রধান নাজমুল হাসান পাপন-ই (বিসিবি প্রধান) কেবল এই ব্যাপারে ঘোষণা দিতে পারেন। আর আমাদের জানা মতে, এসিসির পরবর্তী মিটিংয়ের দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭