ইনসাইড গ্রাউন্ড

বাফুফের দুই সদস্য করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2020


Thumbnail

করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। এই মহামারির প্রভাব পড়ছে দেশের ক্রীড়াঙ্গনের উপরেও। করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ফুটবল সংগঠক ও অভিভাবকদের হারিয়েছে ক্রীড়াঙ্গন। আক্রান্তের তালিকাও দীর্ঘ হচ্ছে।

গত দুই দিনে আক্রান্ত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফেডারেশনের (বাফুফে) দুই সদস্য। তাদের একজন হলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. শওকত আলী খান জাহাঙ্গীর।

আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেক সদস্য ফজলুর রহমান বাবুল। শুক্রবার (১০ জুন) সকালে কভিড-১৯ পজিটিভ হয়েছেন শওকত আলী খান জাহাঙ্গীর। এক সূত্র বলছে, শনিবার তাকে হাসপাতালে ভর্তি করানো হবে। এখন বাসায় অবস্থান করছেন এই ফুটবল সংগঠক।

গেল বুধবার (৮ জুন) করোনায় আক্রান্ত হয়ে কভিড-১৯ পজিটিভ হয়েছেন বাফুফের আরেক সদস্য ফজলুর রহমান বাবুল। বাফুফের গ্রাউন্ডসম্যান কমিটির চেয়ারম্যান এখন অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শরীর এখন উন্নতির দিকে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭