ইনসাইড বাংলাদেশ

অগোছালো ব্রিফ্রিং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 11/07/2020


Thumbnail

বাংলাদেশের করোনা পরিস্থিতি কি? সরকার কি ভাষ্য দিচ্ছে, সেটা জানার জন্য ২৪ ঘন্টা অপেক্ষা করতে হয়। আর করোনা সংক্রমণের পর থেকে বাংলাদেশের মানুষের নিয়মও হয়ে গেছে আর কিছু না হোক দুপুর আড়াইটায় টিভি সেট বা অনলাইনে ব্রিফ্রিংটা দেখার জন্য মুখিয়ে থাকে। কারণ এর মাধ্যমে আমাদের দেশের করোনা পরিস্থিতি কিছুটা বোঝা যায়। কতজন আক্রান্ত হলেন, কতজন মারা গেলেন, কত পরীক্ষা হলো- এসব কিছু এখানে জানানো হয়। যদিও কারও প্রশ্ন করার উপায় বন্ধ হয়েছে আরো অনেক আগেই। কিন্তু এই ব্রিফিংয়ে হয় নিত্য নতুন ঘটনা। হুট করে হয়তো স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এসে এমন একটা কথা বলে দেন, যাতে দেশে অস্থিরতা শুরু হয়ে যায়। শেষে সরকার দলীয় বড় বড় নেতার এ নিয়ে তিরস্কার করতে হয়। আর নিয়মিত যিনি ব্রিফিং করেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনিও মাঝেমধ্যে ঘটান নানা ঘটনা। দেখে বলা রিপোর্টে ভুল তো প্রায় হয়ই, তার মধ্যে থাকে যান্ত্রিক ত্রুটি। দিনে একবার মানুষ যার জন্য অপেক্ষা করে থাকে তাতে এত ত্রুটি কেন? তিনি ভুলভাল তথ্য দিয়ে পরে আবার প্রেস রিলিজে তা সংশোধন করেন। এটা এভাবে কতদিন চলবে?

মানুষের কাছে বিরক্ত উদ্রেককারী আরেকটি বিষয়, অতিরিক্ত মহাপরিচালক প্রথমেই যেটা বলেন, আমাদের এই ‘অনুষ্ঠানে’ স্বাগতম। যা নিয়ে মানুষ সঙ্কিত সেটা তার কাছে অনুষ্ঠান মনে হয়। আর অনুষ্ঠানে শুধু তিনি তার কথাই বলবেন। সেটাও তো ঠিকঠাক হয় না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭