ইনসাইড গ্রাউন্ড

রাতে মাঠে নামছে রিয়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/07/2020


Thumbnail

তিন মৌসুম পরে আবারও স্প্যানিশ লা লিগা জয়ের হাতছানি লস ব্ল্যাঙ্কোসদের সামনে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে ১ ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে এক পয়েন্টের ব্যবধানে। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ সময় রাত ২ টায় গ্রানাডার বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচ জিতলে শিরোপা জয়ের পথে বাকি থাকবে আর মাত্র ১ পয়েন্ট।

আজকের পর লা লিগার আর বাকি থাকবে মাত্র দুটি ম্যাচ। গ্রানাডার বিপক্ষে জয় পেলে বাকি দুই ম্যাচের একটিতে অন্ততপক্ষে ড্র করলেও শিরোপা নিশ্চিত হয়ে যাবে লস ব্ল্যাঙ্কোসদের। অবশ্য আজকের ম্যাচটি সহজ হবেনা জিনেদিন জিদানের শিষ্যদের জন্যে। নিজেদের শেষ পাঁচ ম্যাচে দুটিতে জিতেছে গ্রানাডা, দুটিতে ড্র আর হেরেছে মাত্র একটিতে।

অবশ্য করোনা পরবর্তী সময়ে যেন উড়ছে ৩৩ বারেরর লা লিগা জয়ীরা। পুনরায় ফুটবল শুরুর পর টানা ৮ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই দলের শেষ ১৩ দেখায় কেবল একবারই হার মেনেছে রিয়াল, বিপরীতে জয় বাকি ১২ ম্যাচে। শেষবার রিয়াল মাদ্রিদ গ্রানাডার বিপক্ষে ম্যাচ হেরেছিল ২০১৩ সালে। অর্থাৎ আজকের ম্যাচে রিয়ালকে হারাতে হলে অনবদ্য কিছু করে দেখাতে হবে গ্রানাডাকে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭