ইনসাইড বাংলাদেশ

ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনায় আক্রান্তের হার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/07/2020


Thumbnail

বাংলাদেশে করোনার নমুনা পরীক্ষার হার কমিয়ে দেওয়া হলেও আক্রান্তের হার নতুন নতুন রেকর্ড তৈরি করছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শতকরা প্রায় ২৫ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মরাপরিচালক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৯৯ জন আক্রান্ত পাওয়া গেছে। শতকরা হিসেবে যা ২৪.৯৫ অর্থাৎ প্রায় ২৫ শতাংশ। এই আক্রান্তের হারই বাংলাদেশে করোনার সংক্রমণ বৃদ্ধির ইঙ্গিত করছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গতকাল ২৪.১২ শতাংশ হারে শনাক্তের পর আজ শনাক্তের হারের নতুন রেকর্ড হলো। 

আজ  স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে মোট মারা গেলেন ২ হাজার ৩৯১ জন। এছাড়া একই সময়ে আরও ৩ হাজার ৯৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৯৮ হাজার ৩১৭ জন।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭