ইনসাইড গ্রাউন্ড

সেই ফাইনাল বদলে দিয়েছে মরগ্যানের জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/07/2020


Thumbnail

ইংলিশ ক্রিকেট ইতিহাসের স্মরণীয়তম দিনটির এক বছর পূর্ণ হলো আজ। ২০১৯ সালের ১৪ জুলাই, লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস ফাইনাল জিতে ট্রফি উঁচিয়ে ধরেছিলেন মরগ্যান। সেই ফাইনাল যেন ছাড়িয়ে গিয়েছিল রোমাঞ্চের চূড়ান্ত সীমাও। মূল ম্যাচ ‘টাই’ হওয়ার পর সুপার ওভারেও দুই দল ছিল সমতায়। শেষ পর্যন্ত বাউন্ডারির সংখ্যায় এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ক্রিকেটের জন্ম, ওয়ানডে ক্রিকেটের জন্ম যে দেশে, তারা প্রথমবার স্বাদ পায় ওয়ানডে বিশ্বকাপ শিরোপার।

মরগ্যানের মতে, ১৪ জুলাই ২০১৯ তারিখের সেই লর্ডসের ফাইনালটি বদলে দিয়েছে তার জীবন। শুধু তার জীবন নয়, ইংল্যান্ডে ক্রিকেটের গ্রহণযোগ্যতাও বাড়িয়ে দিয়েছে ক্রিকেট। যুক্তরাজ্যের খেলাধুলার ইতিহাসে এখন সেই ফাইনাল ম্যাচটিও অন্যতম সেরা একটি মাইলফলক।

মরগ্যানের ভাষ্য, ‘আমি মনে করি, (সেই ফাইনালের পর থেকে) খেলাটির গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। বাইরে বের হলেই লোকে আমাকে দেখলে ছুটে আসে, সেটা হোক রাস্তা, ক্যাফে কিংবা পাবে। শুধু দেশেই নয়, যখন ছুটিতে কোথাও যাই, তখন অন্য কোন খেলার মাঝেও মানুষ কথা বলতে আসে।’

নিজের জীবন বদলে যাওয়ার ব্যাপারে ইংলিশদের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘পুরো ব্যাপারটিই একপ্রকার ক্রীড়া উৎসবের। মানুষ সবসময়ই শিরোপা জিততে ভালোবাসে। ক্রিকেটের গুরুত্বও অতি অবশ্যই বেড়ে গেছে। এভাবে আমার জীবনটাও বদলে গেছে। লোকে এখন আমাকে অনেক বেশি চেনে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মতে, জীবনে যেকোন কিছু পাওয়ার জন্য সেটা হোক বিশ্বকাপ কিংবা একটা ফরোয়ার্ড ডিফেন্স, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যত পরিশ্রম করবেন, তত মধুর ফল পাবেন। এটাই মানব বৈশিষ্ট্য, অন্তত আমি মনে করি। সেই দিনটির নাটকীয়তা পুরো খেলাটির জন্যই একটা বিজ্ঞাপন হয়ে গেছে। সেই দিনটা এখন ব্রিটিশ খেলাধুলার ইতিহাসের অন্যতম সেরা একটা দিন।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭