লিভিং ইনসাইড

সাবধান! মাস্ক পরে ৩ কাজ করলেই বিপদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/07/2020


Thumbnail

করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু এই মাস্ক নিয়েও উঠে আসছে আঁৎকে ওঠার মতো তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। কোনো কোনো ক্ষেত্রে মাস্ক পরাটা বিপজ্জনক হয়ে উঠতে পারে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্প্রতি সংস্থাটি বলছে, মাস্ক পরে মূলত তিন ধরনের কাজ করা যাবে না। এগুলো হলো- শরীরচর্চা, প্রাতঃভ্রমণ বা জগিং এবং ভারি কাজ। 

বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরে এসব কাজ করলে শরীর পর্যাপ্ত অক্সিজেন গ্রহণ করতে পারে না। এই পরিস্থিতিতে অক্সিজেন কমে তা আরও স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে। খুব ভারী কাজ ও অতিরিক্ত দৈহিক পরিশ্রম হয়, এমন কাজের সময় মাস্ক পরলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। এতে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হতে পারে।

বিশেষজ্ঞরা আরও জানান, শরীরে অক্সিজেনের ঘাটতি হলে তখন অস্বাভাবিক ক্লান্তি দেখা দেয়। পাশাপাশি শরীরের বিভিন্ন অংশের পেশিতে টান পড়া, খিঁচুনি, বমি ভাব, মাথা ঘোরানো, এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই এসব কাজ করার সময় মাস্ক ব্যবহার করবেন না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, দৈহিক পরিশ্রমের সময় মাস্ক পরে থাকা যাবে না। তবে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে, এমন জায়গায় মাস্ক ব্যবহার করতে হবে। তবে শরীরচর্চা করলে একেবারে নির্জন স্থানে করতে হবে। যেখানে কারও কাছ থেকে দেহে জীবাণু প্রবেশের সম্ভাবনা থাকবে না।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭