ইনসাইড ক্যারিয়ার

৩৮তম বিসিএসের ২৫ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 30/07/2017


Thumbnail

আগে একটা সময় ছিল যখন সরকারি চাকরির থেকে বেসরকারি চাকরির প্রতি তরুণদের বেশি আকর্ষণ ছিল। কিন্তু সেই দিনের পরিবর্তন হয়েছে। বেতন, বোনাস, ভাতাও অন্যান্য সুবিধা থাকায় সরকারি চাকরিই এখন তরুণদের কাছে সবচেয়ে আকর্ষণীয়। সরকারি চাকরির মধ্যে বিসিএসের চাকরিগুলোকেই তরুণরা এগিয়ে রাখে। কিন্তু প্রতিযোগিতামূলক হওয়ায় বিসিএস ক্যাডার হতে হলে একজন চাকরি প্রার্থীকে পরিশ্রমী ও দক্ষতাসম্পন্ন হতে হবে।

বর্তমান সময়ের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে একজন চাকরি প্রার্থী অনেক পড়াশুনা করে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না আবার অনেকে তুলনামূলক কম পড়াশুনা করে এগিয়ে যাচ্ছে। তাই বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৌশল ঠিক রেখে পড়াশুনা করতে হবে। সম্প্রতি ৩৮তম বিসিএসের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অনেকেই জোরেসোরে প্রস্তুতি নিচ্ছেন।

বিসিএস প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের হতে হবে কৌশলী।বিসিএস প্রস্তুতির কিছু কৌশল নিয়ে বাংলা ইনসাইডারের প্রতিবেদনে আলোচনা করব আজ।

১. বিসিএসের পরীক্ষায় দুই-এক নম্বরের জন্য যে কেউ পিছিয়ে পড়তে পারে। তাই সব বিষয়েই ভালো পারদর্শিতা ও প্রস্তুতি থাকতে হবে।
২. প্রশ্ন ব্যাংক থেকে আগের কয়েকবছরের বিসিএসের প্রশ্নোত্তরগুলো আরেকবার দেখে নিন।
৩. গ্রুপ স্টাডি করলে নিজের অজানা বিষয় সম্পর্কেও ধারণা পাওয়া যায় তাই গ্রুপ স্টাডি করা যেতে পারে।
৪. বিসিএস পরীক্ষার ক্ষেত্রে এমনিতেই সব বিষয়ে ধারণা থাকতে হয় । তাই অপ্রয়োজনীয় বিষয়গুলো পড়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই।
৫. কোনো বিষয় পড়তে পড়তে একঘেয়েমি লাগলে যে বিষয় পড়তে ভালো লাগে তা পড়া যেতে পারে।
৬. যে বিষয়ে পারদর্শিতা বেশি তা আগেই  ঠিক করে রাখতে হবে, যেন পরীক্ষার সময় জানা বিষয়গুলো আগে উত্তর দেওয়া যায়।
৭. যা অন্যরা পারে না কিংবা কম পারে, কিন্তু পারা দরকার, তা ভালো করে দেখুন।
৮. পত্রিকার আন্তর্জাতিক অংশ ভালো করে পড়া যেতে পারে।
৯. অনেক সময় অনেক বিষয় না বুঝলে মুখস্থ করা যেতে পারে।
১০. বাংলা ব্যাকরণের জন্য সন্ধি, উপসর্গ, সমাস, ণত্ব-বিধান ও ষত্ব-বিধান, বর্ণ, শব্দ, প্রত্যয়, ধ্বনি পরিবর্তন ইত্যাদি ভালোভাবে পড়তে হবে।
১১. পড়ার সময় লেখার অভ্যাস করা যেতে পারে। এই অভ্যাস মনে রাখতে সাহায্য করবে।
১২. ভালো একটা ডাইজেস্ট কিনে মুখস্ত করা যেতে পারে।
১৩. বাংলার জন্য ড. সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বইটি পড়তে পারেন।
১৪. প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে কিছু সাধারণ জ্ঞানের ম্যাগাজিনের বিশেষ সংখ্যা বের হয়েছে । পড়ে ফেলুন।
১৫.  জব সলিউশন আগে পড়া থাকলে যতবার সম্ভব, ততবার দ্রুত রিভিশন দিন।
১৬.  যেসব প্রশ্নের উত্তর জানা নেই, সেগুলো খুঁজে বের করার চেষ্টা করুন।
১৭. মুক্তিযুদ্ধ থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আছে তাই এ বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকতে হবে।
১৮. গণিত অনেক সময় নষ্ট করে তাই গণিতের ক্ষেত্রে শর্টকার্ট মেথড শিখতে হবে।
১৯. নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে।
২০. নিজেকে যাচাইয়ের জন্য নিজে নিজেই বা কোচিংয়ে মডেল টেস্ট দেওয়া যেতে পারে।
২১. পড়াশুনা সবসময়ই কঠিন, তাই বলে পড়াশুনা জমিয়ে না রেখে পড়ে ফেলুন।
২২. পরীক্ষা নিকটে থাকলে যেগুলো পড়া হয়েছে তা আবার রিভাইজ করা যেতে পারে।
২৩. পরীক্ষার সময় শারীরিক ও মানসিক কষ্ট হয়। তাই সময়মত ঘুম ও খেতে হবে। যতটা সম্ভব সুস্থ থাকার চেষ্টা করতে হবে।
২৪. পরীক্ষার জন্য টেনশন না করে কীভাবে পরীক্ষায় ভালো করা যায় সেই বিষয়ে টেনশন করতে হবে।
২৫. পরীক্ষার দেরি নেই, তাই একদিন কম আর একদিন বেশি না পড়ে প্রতিদিন নিয়ম মেনে পড়াশুনা করতে হবে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭