ইনসাইড হেলথ

Labaid ডাক্তারখানা: করোনা, ভ্যাকসিন ও স্বাস্থ্যখাতে দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 24/07/2020


Thumbnail

‘দেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং বিভিন্ন ইনস্টিটিউটগুলোতে কর্মরত চিকিৎসকদের সঙ্গে আমি কথা বলেছি। তার মনে করছেন, বাংলাদেশে করোনা দুর্বল হয়ে গেছে। তাদের সাথে আমি দীর্ঘ আলোচনা করেছি। তাদের অভিমত, বাংলাদেশে করোনা আর আগের মতো শক্তিশালী নেই। এখন মানুষের উপসর্গগুলো অনেকটা ইনফ্লুয়েঞ্জা লাইট উপসর্গের মতো দেখা যাচ্ছে। সরকারি এবং বেসরকারি পর্যায়ের চিকিৎসক ও অধ্যাপকদের সঙ্গে আমি কথা বলেছি। তার বলছেন, রোগীরা এখন অনেক বেশি কনফিডেন্ট। তারা হাসপাতালে যেতে চান না। এমনকি তারা কোভিড টেস্টও করতে চান না। তারা উপসর্গ নিয়ে আসে মৃদু জ্বর গলা ব্যাথা বা মাথা ব্যাথা। এসব মৃদু উপসর্গ নিয়ে রোগীরা ডাক্তাদের কাছে এসে তারা বলেন, আমাকে ওষুধ লিখে দেন, আমি বাড়িতে থেকেই ভালো হয়ে যাবো, ইনশাআল্লাহ।’

কথাগুলো বলছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক। তিনি বাংলা ইনসাইডারের সাপ্তাহিক আয়োজন ‘Labaid ডাক্তারখানা’তে জানান, করোনা পরিস্থিতি, ভ্যাকসিন ব্যবস্থাপনা ও স্বাস্থ্যখাতে দুর্নীতি নির্মূলে করণীয় সম্পর্কে।

বিস্তারিত দেখুন ভিডিওতে…

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭