ইনসাইড গ্রাউন্ড

টাইগার ক্রিকেটারদের ঈদ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2020


Thumbnail

করোনার কারণে ঈদের আমেজে ঘাটতি পড়লেও টাইগার ক্রিকেটাররা যে যার মতোন ঈদ উৎসব পালন করছেন। দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকায় সবাই এবারের ঈদ পালন করছেন পরিবারের সঙ্গে। সাকিব আল হাসান আর তামিম ইকবাল বাদে বাকি প্রায় সকল ক্রিকেটারই এবারের ঈদ পালন করছেন বাংলাদেশে।

সাবেক টাইগার অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মর্তুজা নিজ জেলা নড়াইলে ঈদ পালন করবেন। সদ্য করোনা থেকে সেরে উঠেছেন এ ক্রিকেটার। তারপরই ছুটে গেছেন নিজ নির্বাচনী এলাকায়। অবশ্য নড়াইলে ছুটে যাওয়ার অন্যতম কারণ সেখানের বন্যা পরিস্থিতির অবনতি। সেখানেই পরিবার-সন্তানদের সঙ্গে পালন করছেন এবারের ঈদ।

পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানেই ঈদ করবেন সাকিব। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সাকিব জানান, ‘মহান আল্লাহর নির্দেশে ত্যাগের অঙ্গীকার পালনের দিনটিই হলো ঈদ উল আজহার দিন। আল্লাহ আমাদের সকলকে সমান ভালবাসা ও শক্তি দান করুন। আশেপাশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।’

টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ঈদ করবেন ঢাকায়। দেশে করোনা ও বন্যা পরিস্থিতির কারণে ঈদ করা কঠিন হবে বলে মনে করেন এ অলরাউন্ডার। তিনি জানান, ‘ঢাকাতেই ঈদ করবো। তবে ঈদ কি আগের মতো আনন্দদায়ক হবে? তবুও চেষ্টা করবো পরিবারকে সঙ্গে নিয়ে যতটা আনন্দে কাটানো যায়। করোনার পাশাপাশি দেশে বন্যার অবস্থাও ভালো নয়। আসলে সত্যি কথা বলতে এভাবে ঈদ করাও কঠিন।’ ঈদ উদযাপনের পাশাপাশি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান এই অলরাউন্ডার।

টেস্ট অধিনায়ক মুমিনুল হকও ঈদ করবেন ঢাকাতে। তবে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজার যাবেন এ বাঁহাতি ব্যাটসম্যান। টেস্ট স্পেশালিস্ট এই ব্যাটসম্যান জানান, ‘আগের মতো আমেজ নেই করোনাকালের ঈদে। ঈদটা ঢাকাতেই করছি। তবে ঈদের পর দিন কক্সবাজার যাচ্ছি। ওখানে বাবা মায়ের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে তারপর ফিরবো।’

আর পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের কাছে এবারের ঈদ নিয়ে বাড়তি কোন আমেজ কাজ করছে না। তিনি জানান, ‘অন্য সময় ঈদের ২-৩ দিন আগে ঢাকা থেকে আসতাম, খুব ভালো লাগতো। এবারতো সেটি হয়নি। গত ৫ মাস ধরেই ফেনীতে, তাই আর কত ভালো লাগবে? আসলে আগের ওই অনুভূতিটা কাজ করছে না।’

যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি ঈদ করবেন দিনাজপুরে। তিনি জানান, ‘আমি এখনো বাড়িতে। বাবা-মায়ের সঙ্গে এখানেই ঈদ করবো। আপাতত তো ঢাকায় আসা হচ্ছে না। খেলা শুরু হলে বা অনুশীলন শুরু হলে আসতে হবে। তবে এখানেই যতটুকু পারি, কাজ করে যাচ্ছি।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭