ইনসাইড গ্রাউন্ড

ঈদের জামাতে অংশ নিলেন করোনাজয়ী মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2020


Thumbnail

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। এরপর ঢাকায় নিজ বাসাতেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। করোনা জয় করেই নিজ আসন নড়াইলে ছুটে গেছেন বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে। সেখানেই উদযাপন করছেন এবারের ঈদ।  

ঈদের দিন সকালে মামা ও ভাইকে সাথে নিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন ম্যাশ। করোনা ভাইরাসের কারণে ঈদের নামাজ ঈদগাহে অনুষ্ঠিত না হওয়ায় নড়াইলে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতেই অংশ নেন মাশরাফি। সামাজিক দুরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয় এই ঈদের জামাত।

উল্লেখ্য, করোনায় শুধু মাশরাফি নন, তাঁর সহধর্মীণী এবং ভাই-ও আক্রান্ত হয়েছিলেন। তবে মৃদু উপসর্গ থাকায় কাউকেই হাসপাতালে যেতে হয়নি। বাসায় বসে চিকিৎসকের পরামর্শ-নির্দেশনায় সুস্থ হয়ে ওঠেন তাঁরা। করোনা জয় করে মাশরাফি ভক্ত-শুভাকাংখীদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭