ইনসাইড গ্রাউন্ড

ঈদ করতে দেশে ফিরলেন তামিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2020


Thumbnail

উন্নত চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডন গিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে সেখান থেকে আজ সকালে হুট করে দেশে ফিরেছেন তিনি। তামিমের ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক ম্যানেজার ওয়াসিম খান। পরিবারের সঙ্গে ঈদের দিনটা কাটাতেই মূলত তামিমের দেশে ফেরা।

এক সূত্রে জানা গেছে, লন্ডনে চিকিৎসক তামিমকে এখনো কোনো চিকিৎসা দেননি। তবে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তামিমের। ৫-৬ দিন পর পরীক্ষার ফল জানা যাবে। এই কয়দিন তামিম লন্ডনে অপেক্ষা করতে চাননি। তাই ঈদের দিন ঢাকায় ফিরে এসেছেন তিনি।

উল্লেখ্য, গত এক মাসে তিনবারসহ লকডাউন চলাকালীন সময়ে বেশ কয়েকবার পেটের তীব্র ব্যথায় ভুগেছেন বাঁহাতি ওপেনার তামিম। তিনি পেটের ব্যাথার সমস্যা নিয়ে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে গত কয়েকদিনে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করালেও চিকিৎসকরা তার পেটের ব্যথা ও হজম সমস্যার পেছনের কারণ শনাক্ত করতে পারেননি। চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হতে বললেও চলমান কোভিড-১৯ মহামারির পরিস্থিতি কারণে তিনি ভর্তি হতে পারেননি।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭