ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে ক্রেন ভেঙে নিহত ১০ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2020


Thumbnail

ভারতের বিশাখাপত্তনমে ভার বহনের ক্ষমতা পরীক্ষা করার সময় একটি ক্রেন ভেঙে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। আরও বেশ কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ শনিবার দুপুরে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। 

বিশাখাপত্তনমের পুলিশ কমিশনার আরকে মীনা জানান, ক্রেন ভেঙে পড়ার ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা মৃতদের মধ্যে চারজন শিপইয়ার্ডের কর্মী , অন্যান্যরা চুক্তিভিত্তিক কর্মী।

সংবাদ সংস্থা এএনআইয়ের একটি আট সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, শিপইয়ার্ডে কাজচলাকালীন আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই হলুদ রঙের বিশালাকার ক্রেনটি। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছোয় অ্যাম্বুলেন্স এবং পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ।

প্রসঙ্গত যে, অন্ধ্রপ্রদেশের উপকূল শহরে অবস্থিত হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড ভারত সরকার অধিগৃহীত একটি সংস্থা। জাহাজ তৈরি এবং জাহাজ তৈরির প্রয়োজনীয় সরঞ্জামের জোগান দেয় সংস্থাটি। জাহাজ মেরামত, সাবমেরিন নির্মাণ এবং মেরামতের পাশাপাশি উপকূলীয় পরিকাঠামোর নকশা তৈরি ও নির্মাণের সঙ্গে সংস্থার কাজকর্ম জড়িত।

ভিডিও লিংক:

ভিডিও লিংক

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭