ইনসাইড বাংলাদেশ

কোরবানির মাংস কাটতে গিয়ে ২ শতাধিক আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/08/2020


Thumbnail

প্রয়োজনে কিংবা শখের বসেও অনেকে কোরবানির মাংস কাটাকাটি শুরু করেন। আর তাতেই ঢাকায় শতাধিক ব্যক্তি আহত হয়েছে। 

শনিবার ঈদের দিন শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেই এমন শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। রাজধানীর আরো কয়েকটি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকাতে প্রায় দুই শতাধিক ব্যক্তি গরুর মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন। অনেকে হাসপাতালে না গিয়েও চিকিৎসা করিয়েছেন। তাদের হিসাব জানা যায়নি।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, সারা দিনে মাংস কাটতে গিয়ে আহত হয়ে শতাধিক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। যাদের বেশিরভাগই হাতে ও পায়ে ধারালো ছুরি বা দায়ের আঘাত। অনেকের শরীরের বিভিন্ন স্থানেও জখমপ্রাপ্ত হয়েছেন। এছাড়া গরুর সিংয়ের আঘাত কিংবা লাথির আঘাতেও আহত হয়ে চিকিৎসা নিয়েছেন কয়েকজন।
হাত-পা কেটে ফেলা কয়েকজনের পাঁচটি থেকে ১০টি পর্যন্ত সেলাই লেগেছে। তবে কারও ভর্তির প্রয়োজন হয়নি। সবাইকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

রাজধানীর অনেক এলাকা থেকেই লোকজন মাংস কাটাকাটি করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে বেশিরভাগ রোগী ছিল যাত্রাবাড়ী, হাজারীবাগ, ধানমন্ডি এলাকার।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭