ইনসাইড বাংলাদেশ

স্ত্রীর পর অধ্যাপক আনু মুহাম্মদও করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2020


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার (১ আগস্ট) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার ফলাফলে তাঁদের করোনা পজিটিভ বলে জানানো হয়।

জাবি অর্থনীতি বিভাগ সূত্রে জানা গেছে, আনু মুহাম্মদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে শনিবার। আজ রবিবার তিনিও মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হবেন। আপাতত তাঁরা দুজন সুস্থ আছেন।

এর আগে গত ২৮ জুলাই তাঁর স্ত্রী শিল্পী বড়ুয়ার করোনা পজিটিভ আসে। তিনি গত মঙ্গলবার ঢাকা মেডিক্যাল ভর্তি হন। পরে শুক্রবার তিনি সেখান থেকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসাধীন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭