ইনসাইড বাংলাদেশ

সর্বনিম্ন পরীক্ষার রেকর্ড, শনাক্ত নামলো হাজারের নীচে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2020


Thumbnail

সর্বনিম্ন করোনা পরীক্ষার নতুন রেকর্ড গড়লো স্বাস্থ্য অধিদপ্তর। এতে শনাক্তও হয়েছে হাজারের কম রোগী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ৩ হাজার ৬৮৪টি।  এতে মাত্র ৮৮৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৯৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২ লাখ ৪০ হজার ৭৪৬ জন।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ মারণভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল ২১ জনের প্রাণহানি ঘটে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩ হাজার ১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ এবং বাকি ৫ জন নারী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭