ইনসাইড বাংলাদেশ

হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত অধ্যাপক আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/08/2020


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সে খবর জানা গিয়েছিল সকালেই। তিনি এখন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

আনু মুহাম্মদ জানান, নমুনা পরীক্ষায় গতকাল আমার করোনা পজিটিভ রিপোর্ট আসে।  জ্বর ও কাশি ছাড়া গুরুতর কোনো লক্ষ্মণ এখনো দেখা দেয়নি আমার।

এর আগে আনু মুহাম্মদের স্ত্রী শিল্পী বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হন। আনু মুহাম্মদ জানান, গত ২৮ জুলাই তার স্ত্রী শিল্পীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখান থেকে তাকে মুগদা হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি এখন অনেকটাই সুস্থ। তার ফুসফুসের পরীক্ষা করানোর পর সুস্থতার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭