ইনসাইড বাংলাদেশ

ভ্যাকসিন পেতে কাজ শুরু করেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/08/2020


Thumbnail

পৃথিবীর যেই দেশ কিংবা কোম্পানিই প্রথম ভ্যাকসিন আনুক না কেন তা আনতে এখন থেকেই কাজ শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান এই নিয়ে একটা বৈঠকের আয়োজন করেন। বৈঠকে আইইডিসিআরসহ ভ্যাকসিন নিয়ে কাজ করেন এই রকম বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা হয়েছে বলে জানা যায়।

পৃথিবীর কোন কোন দেশ ভ্যাকসিন ট্রায়াল করছে এবং এখনো পর্যন্ত কোন দেশ ভ্যাকসিনের কোন অবস্থানে রয়েছে ইত্যাদি বিষয়ে মন্ত্রণালয় থেকে খোঁজ খবর নেওয়া হয়েছে। এবং এই বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আবদুল মান্নান জানান, বিশ্বের যেখানেই ভ্যাক্সিন আসুক না কেন, সেই ভ্যাকসিন যেন আমরা প্রথমে বাংলাদেশে নিশ্চিত করতে পারি। এই বিষয়ে আমরা কাজ শুরু করেছি।

সেইসাথে তিনি আরও জানান, কোন দেশের ভ্যাকসিনের কি অবস্থা বা কাজ কোন পর্যায়ে আছে ইত্যাদি বিষয়ে ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা প্রতিনিয়ত খোঁজ খবর রাখছি এবং তা বাংলাদেশে আনার ক্ষেত্রে এখন থেকেই প্রক্রিয়া শুরু করেছি।    



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭