ওয়ার্ল্ড ইনসাইড

বৈরুত বিস্ফোরণ: দুর্ঘটনা নাকি হামলা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2020


Thumbnail

লেবাননের রাজধানী বৈরুতে  বিস্ফোরণ নিয়ে তৈরি হচ্ছে একের পর এক ধোঁয়াশা। এই বিস্ফোরণে  অন্তত ৭৮ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষ। লেবাননের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেখানে ছয় বছর ধরে অরক্ষিতভাবে ২ হাজার ৭৫০ টন বিস্ফোরক দ্রব্য ‘অ্যামোনিয়াম নাইট্রেট’ মজুত ছিল। সেখানে আগুন লেগেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বলেছেন অন্য কথা। তার দাবি, বৈরুতে ভয়াবহ বোমা হামলা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক এবং আগ্নেয়াস্ত্র বিভাগের সাবেক এক বিস্ফোরক তদন্ত কর্মকর্তা সংবাদ মাধ্যম সিএনএন`কে জানিয়েছেন, বৈরুতে যে বিস্ফোরণটা ঘটেছে সেটার সঙ্গে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে হওয়া বিস্ফোরণের মিল নেই।

ওই বিশেষজ্ঞ বলেন, ‘আমি ইরাকের বাগদাদে অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণের যে চিহ্ন দেখেছি, সেটির ধোয়া ছিল হলুদ রঙের। বৈরুত বিস্ফোরণে হলুদ রঙের ধোয়া ছিল না। বরং এখানে যে পিঙ্ক বা লাল রঙের ধোয়া দেখা গেছে তা অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

তবে তিনি এও বলেন, ‘এর অর্থ এই নয় যে সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল না। সেখানে অন্যান্য বস্তুও ছিল।’

তিনি আরও বলেন, ‘বৈরুত বিস্ফোরণের ঘটনায় যে ভিডিও দেখা গেছে তাতে প্রথমে সাদা ধোয়া দেখা যায়। এর অর্থ হল প্রথম ছোট বিস্ফোরণ ঘটেছে, যা পরে আরও ভয়াবহ বিস্ফোরণ ঘটায়।’

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭