ইনসাইড বাংলাদেশ

‘সেনা পুলিশ সম্পর্ক অটুট থাকবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/08/2020


Thumbnail

আজ কক্সবাজারে গিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও আইজিপি বেনজীর আহমেদ। সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে যেখানে নিহত হয়েছেন সে স্থানটি তারা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন যে,‘ ঘটনাটি ঘটেছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যৌথ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির ওপর আমরা আস্থা রাখতে চাই আমরা মনে করতে চাই যে ঘটনা ঘটেছে তার দায় দায়িত্ব প্রতিষ্ঠানের নয়, ব্যক্তির।’

তিনি বলেন, ‘এরফলে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর মধ্যে সম্পর্কের কোন অবনতি ঘটবে না, চিড় ধরবে না। তিনি বলেন যে, মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে বাংলাদেশে এ পর্যন্ত সেনাবাহীনি এবং পুলিশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। দেশের অগ্রযাত্রায় কাজ করেছে। এই ঘটনায় কেউ যেন সেনা পুলিশের সম্পর্ক নষ্ট না করে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নিরপেক্ষ তদন্তে যারা দোষী হবে এর দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭