ইনসাইড টক

‘প্রধানমন্ত্রী অনেক উদ্যোগ নিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় বাস্তবায়ন করেনি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/08/2020


Thumbnail

করোনা মোকবেলায় ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেককিছু করলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে তা বাস্তবায়ন করতে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যক্ষ ডা. এম এ আজিজ। বাংলা ইনসাইডার-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় এমন কথা বলেছেন তিনি।

করোনা চিকিৎসা করবেন যারা তাঁরা আর হোটেলের সুবিধা পাবেন না, বাসায় কোয়ারেন্টাইন করতে হবে এবং বিভিন্ন সরকারি ডরমেটরিতে থাকতে হবে। সরকারের এমন সিদ্ধান্তের ব্যাপারে স্বাচিপ নেতা হিসেবে অধ্যক্ষ ডা. এম এ আজিজের বক্তব্য কি জানতে চাওয়া হলে স্বাচিপের এই মহাসচিব বলেন, ‘সরকারের অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে। তবে এই প্রেক্ষাপটে এটা একটি বৈজ্ঞানিক সিদ্ধান্তের ব্যাপার। মেডিকেল এবং সাইন্টেফিক্যালি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া এই নিয়ম সারা বিশ্বে চলছে যে, যারা চিকিৎসক-স্বাস্থ্যকর্মী তাঁরা হোটেলে কোয়ারেন্টাইন থাকবে এবং রোটেট করে কাজ করবে। এটা আমাদের একার নিয়ম না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সারাবিশ্বেই এই নিয়ম চলছে। কারণ চিকিৎসা সেবা কাজ শেষে তাঁরা যখন বাসায় যাবে তখন সংক্রমণ ছড়ানোর শঙ্কা থাকে। তাই তাঁদের নিজেদের নিরাপত্তার দরকার, সঙ্গে তাঁদের পরিবারেরও দরকার। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই নিয়ম করেছে। কিন্তু সরকার এই সিদ্ধান্তটি নেওয়ার আগে আমাদের প্রফেসনাল বডি বা পরামর্শক কমিটির সঙ্গে কোন কথা বলেনি। এছাড়া জাতীয় কমিটির সঙ্গে কোন কথা হয়েছে কিনা সেটাও আমার জানা নেই। অনেকেই আছেন জুনিয়র চিকিৎসক, যাঁদের আলাদা থাকার মতো রেসিডেন্স নেই। অনেকে পরিবারের সঙ্গে থাকেন। এরা আসলে অসুবিধায় পড়বে এবং এর ফলে তাঁদের পরিবারে সংক্রমণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা সেবা শেষে একটি নির্দিষ্ট স্থানে ১৪ দিন থাকা দরকার বলে মন্তব্য করে তিনি বলেন, ‘৭ দিন ডিউটির পরে ১৪ দিনের কোয়ারেন্টাইন- এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি স্বীকৃত পদ্ধতি। তবে সরকার যেকোন কারণে এরকম সিদ্ধান্ত নিতে পারে, তবে এটা যারা টেকনিক্যাল কমিটিতে রয়েছে তাঁদের সঙ্গে আলোচনা করে এবং স্টেকহোল্ডার যারা রয়েছে তাঁদের সঙ্গে আলোচনা করে একটু সময় দেওয়ার দরকার ছিল। কারণ অনেকেই আছেন যারা হোটেলে আছে, হাসপাতালে যাবেন বা হোটেল থেকে বাসায় যাবেন- তাঁদের মাঝে সমন্বয়ের অভাব সৃষ্টি হচ্ছে বলে অনেকে আমাদের জানিয়েছেন।’

সরকারের কাছে এই বড় অঙ্কের টাকা ব্যয় করাটাও একটি বড় বিষয়। ফলে এই সমস্যা উত্তরণে সরকারের কি করা উচিত ছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমার জানা মতে চিকিৎসকরা যে টাকা চাচ্ছেন তা না, চিকিৎসকদের কাছে টাকাটা বড় ইস্যু নয়। আমরা চিকিৎসকরা টাকা চাই না, পাঁচ তারকা হোটেলও চাই না, কিংবা দরকার নেই আলাদা ট্রান্সপোর্ট সিস্টেমের। আমাদের শুধু কোয়ারেন্টাইনের সময়টা সরকারি কোন ডরমেটরিতে বা নির্দিষ্ট একটু জায়গায় থাকতে দিলেই হবে। অনেক চিকিৎসক রয়েছেন যাঁদের আলাদা থাকার ব্যবস্থা নেই, তাঁদের জন্যে এতটুকু সুবিধা দিতে পারলেই চিকিৎসকরা চিকিৎসা দিতে আগ্রহী।’

এই বিষয়টি নিয়ে স্বাচিপের নেতারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কোন কথা বলবে কিনা এমন প্রশ্নের উত্তরে অধ্যক্ষ ডা. এম এ আজিজ বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে এখনো এটা নিয়ে আমাদের মাঝে কথা হয়নি। তবে কার্যকরি কমিটির একটা মিটিং ডেকেছি আমরা আগামীকাল। সেই মিটিংয়ে আমরা আলাপ-আলোচনা করে সরকারের মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার চিন্তাভাবনা করে রেখেছি। বাংলাদেশ মেডিক্যালও এই বিষয়টি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করবে বলে আমি জেনেছি।’

করোনায় বাংলাদেশের চিকিৎসকরাই সবথেকে বেশি আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছেন। যারা আক্রান্ত হয়েছেন বা মারা গেছেন তাঁদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে ভাবে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেন সেই একই ধরণের উদ্বেগ-উৎকণ্ঠা স্বাস্থ্য মন্ত্রণালয়ের আছে কিনা এবং সেই ধরণের প্রণোদনা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা পেয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে স্বাচিপ মহাসচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ওনার অবস্থান থেকে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্যে অনেক উদ্যোগ নিয়েছেন, অনেককিছু করেছেন। এই বছরের বাজেটেও আমরা তার প্রতিফলন দেখেছি। চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে দেখেছি প্রধানমন্ত্রীকে এবং আমরা অনুপ্রাণিত সেই ব্যাপারে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের সঙ্গে চিকিৎসকদের সমন্বয়টা আমরা ঐভাবে লক্ষ্য করিনি।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭