ইনসাইড গ্রাউন্ড

জার্সিসহ অবসরে গিয়েছেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/08/2020


Thumbnail

যুগে যুগে অনেক কিংবদন্তী ফুটবলার এসেছে। পায়ের জাদুতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মুগ্ধতা ছড়িয়ে একটা সময়ে থেমেছেন। তবে সবার থামা একরকম হয়নি। কেউ কেউ এমনভাবে থেমেছেন, যে তাঁর থামার সঙ্গে থামতে হয়েছে তাঁর আইকনিক জার্সিকেও। ফুটবল ইতিহাসে এমন বেশকিছু উদাহরণ রয়েছে যেখানে ফুটবলারের প্রতি সম্মানে তাঁর পরিহিত জার্সি নাম্বারকেই অবসরে পাঠিয়ে দিয়েছে। একজন খেলোয়াড়ের ক্লাবের প্রতি আনুগত্য, ভালবাসা, ত্যাগের কারণেই ক্লাবের মধ্যমণি হয়ে ওঠেন তিনি। আর সেজন্য অনেকবারই দেখা গিয়েছে, খেলোয়াড়ের প্রতি সর্বোচ্চ সম্মান জানাতে সেই খেলোয়াড়ের বিদায়ের পর তাঁর জার্সি নাম্বারটিও অবসরে পাঠিয়ে দেয় ক্লাব কর্তৃপক্ষ।

জার্সি অবসরে পাঠিয়ে দেওয়ার এমন কিছু ব্যতিক্রমী নজির নিয়েই আজকের প্রতিবেদন।

দিয়েগো ম্যারাডোনা

আশির দশকে জুভেন্টাস, এসি মিলানের মতো ক্লাবগুলোকে কাবু করে রেখে কোথাকার কোন নাপোলিকে দুবার লিগ জেতানোই ম্যারাডোনাকে নাপোলিতানদের কাছে ঈশ্বরতুল্য করে রেখেছে। এর সঙ্গে উয়েফা কাপ, ইতালিয়ান সুপার কাপ ও কোপা ইতালিয়াও যোগ করে নিন। নাপোলি যে আর্জেন্টাইন কিংবদন্তির ১০ নম্বর জার্সিটাকে চিরতরে শুধুই ম্যারাডোনার করে রেখেছে ক্লাবে, এতে আর আশ্চর্য কী! আর্জেন্টিনাও তা চেয়েছিল। কিন্তু ফিফা বাধ সাধে। ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠালে ফিফার টুর্নামেন্টে ২৩ জনের বদলে ২২ জন নিয়ে খেলতে হবে, এ নিয়মের কাছে হার মানে আর্জেন্টাইন আবেগ।

রাউল গঞ্জালেস

রিয়াল কিংবদন্তী রাউলের প্রস্থানে জার্মান ক্লাব শালকে ঘোষণা দেয়, তারা রাউলের সম্মানে চিরতরে ৭ নাম্বার জার্সিটি তুলে রাখবে। যদিও রাউল শালকের হয়ে খেলেছিলেন মাত্র ২টি মৌসুম। রিয়াল মাদ্রিদের হয়ে ১৫ মৌসুম খেলার পর ক্যারিয়ারের শেষ দিকে জার্মান ক্লাব শালকেতে পাড়ি জমান এই স্প্যানিশ স্ট্রাইকার। সেখানে মাত্র দুই বছর কাটালেও এই দুই মৌসুমে করেন ৪০ গোল।

মাত্র দুই মৌসুম খেলার পরই শালকের এই সিদ্ধান্তে অনেকে বিস্মিতও হয়েছিলো। এমনকি শালকে ক্লাব কিংবদন্তীদের মধ্যে অনেকেই ব্যাপারটি মেনে নিতে পারেনি। তবুও নিজেদের সিদ্ধান্তে অটল থাকে ক্লাব কর্তৃপক্ষ। তাই রাউল গঞ্জালেসের অবসরের পর থেকে শালকেতে ৭ নাম্বার জার্সি গায়ে এখনো পর্যন্ত কোনো খেলোয়াড় দেখা যায়নি।

পেলে

পেলের আজীবনের ক্লাব সান্তোসে তাঁর জার্সি অবসরে পাঠায়নি। হয়তো নিয়মিত জার্সিটার উত্তরসূরি খুঁজে নিয়েই পেলের স্মৃতি বয়ে নিতে চেয়েছে তাঁরা সব সময়। তবে ক্যারিয়ারের শেষদিকে যে ক্লাবে দুই বছর খেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি, যুক্তরাষ্ট্রের সেই নিউইয়র্ক কসমস ব্রাজিলিয়ান কিংবদন্তির সম্মানে ১০ নম্বর জার্সিটা উঠিয়ে রাখে।

ইয়োহান ক্রুইফ

আয়াক্স তুলে রেখেছে তাঁদের ১৪ নম্বর জার্সি। রাখবে না-ই বা কেন? এ যে ইয়োহান ক্রুইফের জার্সি। আয়াক্স তো বটেই, হল্যান্ড ছাড়িয়ে বিশ্ব ফুটবলেরই ধরন-ধারণা বদলে দেওয়া সত্তর দশকের আয়াক্স দলের প্রাণ ক্রুইফকে এতটুকু সম্মান না দেখালে হয়! সিদ্ধান্তটা অবশ্য আয়াক্স নিয়েছে অনেক পরে এসে, ২০০৭/০৮ মৌসুম থেকে।

পাওলো মালদিনি

পাওলো মালদিনির জার্সিটা অবশ্য এসি মিলান যে একেবারে অবসরে পাঠিয়ে দিয়েছে, তা নয়। কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার নিজেই অনুমতি দিয়ে রেখেছেন, তাঁর ছেলেদের কেউ মিলানে খেললে তাঁরা মালদিনি বংশের গৌরব হয়ে থাকা ৩ নম্বর জার্সিটা পরতে পারবেন।

হাভিয়ের জানেত্তি

ইন্টার মিলান অবসরে পাঠিয়েছে ৪ নম্বর জার্সি। কেনই-বা দেবে না! ২৩ বছরের ক্যারিয়ারের শেষ ২০ বছরই ইন্টারকে ‘ঘর’ বানিয়ে রাখা আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি যে শুধু ক্লাবটাতেই নয়, ঘর বানিয়ে রেখেছেন ইন্টার সমর্থকদের মনকেও।

ববি মুর

ইংলিশ ক্লাব ওয়েস্ট হাম ঠিক একই কারণে অবসরে পাঠিয়েছে ৬ নম্বর জার্সিকে। কে পরতেন সেটি? ইংলিশ ফুটবলের অন্যতম গ্রেট, ১৯৬৬ বিশ্বকাপজয়ী ববি মুর। ১৬ বছরের ওয়েস্ট হামে ক্যারিয়ারে খেলেছেন ৫০০ এর উপর ম্যাচ। ববি মুরের ম্যাচ পড়ে ফেলার ক্ষমতাও ছিলো অসাধারণ। এই কিংবদন্তী ফুটবলারের অবসরের পর ওয়েস্ট হাম ইউনাইটেড ঘোষণা দেয়, ববি মুরের ছয় নাম্বার জার্সিটিও তারা তার প্রতি সম্মান প্রদর্শন করে চিরদিনের জন্য তুলে রাখবে।

ফেরেঙ্ক পুসকাস

হাঙ্গেরির বুদাপেস্ট হনভেদ যে সম্মান দেখিয়েছে ফেরেঙ্ক পুসকাসকে। ক্লাবের হয়ে ৩০০ ম্যাচের বেশি খেলেছেন, ম্যাচপ্রতি একটি করে গোল। হনভেদকে তো বিরল সম্মান এনে দিয়েছেনই, পঞ্চাশ দশকের হাঙ্গেরির ইতিহাস রাঙানো ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স দলের হয়ে মাঠ মাতিয়েছেন পুসকাস। তাঁর জন্য এতটুকু তো হনভেদ করতেই পারে!

১৯৫৬ সালে পুসকাস বুদাপেস্ট ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগদান করেন। বুদাপেস্ট থেকে বিদায়ের প্রাক্কালে তার সম্মানার্থে ক্লাবটি পুসকাসের ১০ নাম্বার জার্সিটি তুলে রাখার সিদ্ধান্ত নেয়। বুদাপেস্ট থেকে রিয়াল মাদ্রিদে গিয়েও নিজের গোল করার ধারা অব্যাহত রাখেন পুসকাস। রিয়ালের হয়ে অনেক শিরোপা জেতার পাশপাশি নিজেকে কিংবদন্তীর কাতারে নিয়ে যান ফেরেঙ্ক পুসকাস।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭