ইনসাইড হেলথ

Labaid ডাক্তারখানা: স্বাস্থ্যখাতে পরিবর্তন ও আধুনিকায়ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/08/2020


Thumbnail

‘চিকিৎসকদের ফোর স্টার, ফাইভস্টার হোটেলে রাখা হবে বা দুই/তিন হাজার টাকা ভাতা দেওয়া হবে, এগুলো সব কিছু স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। কোনো চিকিৎসক বা চিকিৎসকদের সংগঠন এসব কথা বলেনি। আমাদের শুধু একটাই দাবি ছিল তা হলো, চিকিৎসকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে তাদের নিরাপদ রেখে, তাদের পরিবারকে নিরাপদ রেখে ডব্লিউএইচও এর গাইডলাইন অনুযায়ী, পার্শ্ববর্তী দেশ ভারত বা চীনে যেরকম হচ্ছে, সেরকম স্বাস্থ্যসম্মত গাউডলাইন অনুযায়ী চিকিৎসকদের কাজে লাগাতে হবে।’

কথাগুলো বলছিলেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কেন্দ্রীয় মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল। করোনা চিকিৎসায় নিয়োজিত ডাক্তারদের থাকা-খাওয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাতিল করা কতটা যুক্তিসঙ্গত এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যখাতে পরিবর্তন ও আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো চিকিৎসক দু’চারজন অফিসারকে পাল্টে দিয়ে স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন আনা যাবে না। স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে হবে এবং এটার জন্য অনেক কাজ করতে হবে।’ 

বিস্তারিত দেখুন ভিডিওতে…



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭