ওয়ার্ল্ড ইনসাইড

১৯১ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/08/2020


Thumbnail

ভারতের কেরালার কোঝিকোড বিমানবন্দরে অবতরণ করার সময়ে রানওয়েতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে ১৯১ জন ছিলেন বলে জানা যাচ্ছে। তাদের উদ্ধার করার কাজ চলছে। অন্তত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানটি দুবাই থেকে আসছিল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে- তুমুল বৃষ্টির মধ্যে কেরালার কারিপুর বিমানবন্দরে অবতরেণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে বেরিয়ে যায় ও পাশের একটি উপত্যকায় পড়ে যায়। বিমানটি এসময় ভেঙে দু টুকরো হয়ে যায়। বিমানের এক পাইলট নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন বিজেপির এক সংসদ সদস্য।

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি দুবাই থেকে করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরছিল। এসময় সেটিতে ১০ শিশুসহ মোট ১৮৪ জন যাত্রী, পাঁচ কেবিন ক্রু এবং দু’জন পাইলট ছিলেন। 

সূত্র : বিবিসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭