ওয়ার্ল্ড ইনসাইড

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত: নিহত বাড়লো, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2020


Thumbnail

ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড় বিমানবন্দরে যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। আহত হয়েছেন অন্তত ১১২ জন। আহতদের কোঝিকোড় ও মালাপ্পুরাম জেলার হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহতদের মধ্যে দু`জন পাইলট রয়েছেন। তাদের একজন হলেন ক্যাপ্টেন ডি. ভি. শেঠি এবং তার সহকারী পাইলট অখিলেশ কুমার। দুর্ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সে ক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ কেরালার কোঝিকোড় বিমানবন্দরে রানওয়েতে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। ওই বিমানে ১০ জন শিশুসহ ১৮৪ জন যাত্রী ছিলেন। এছাড়া দু`জন পাইলট এবং চারজন কেবিন ক্রু ছিলেন বিমানটিতে।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোঝিকোড় এলাকায় ভারী বৃষ্টিপাতের মধ্যেই বিমান দুর্ঘটনার ঘটনা ঘটল। তবে দুর্ঘটনার পর বিমানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। এয়ার ইন্ডিয়ার এএক্সিবি ১৩৪৪ ফ্লাইটে করে করোনাভাইরাসের জেরে দুবাইয়ে আটকা পড়া ব্যক্তিদের ভারত সরকারের `বন্দে ভারত মিশনের` আওতায় ফিরিয়ে নিয়ে আসা হচ্ছিল।

ভারতের বেসামরিক বিমান পরিবহন সংস্থার মহাপরিচালক এ ব্যাপারে বলেন, অবতরণের সময় একটি উপত্যকায় আছড়ে পড়ে বিমানটি। বিমানটি ভেঙে দুই টুকরো হয়ে গেছে বলেও জানান তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭