ইনসাইড গ্রাউন্ড

রোনালদোও যথেষ্ট নয় জুভেন্টাসের জন্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2020


Thumbnail

ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলও জুভেন্টাসকে শেষ ষোলোর বাঁধা পেরোতে যথেষ্ট হয়নি। শেষ ষোলোর লড়াইয়ে অলিম্পিক লিওঁকে হারিয়েও বাদ পড়তে হয়েছে সিরি আ চ্যাম্পিয়নদের। সঙ্গীহীন রোনালদোকে আরো একবার দলীয় সাহায্যের অভাবে ছিটকে পড়তে হলো তাঁর সবথেকে প্রিয় টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে। অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ফ্রেঞ্চ ক্লাব লিওঁ।

বাঁচা-মরার লড়াইয়ে অষ্টম মিনিটেই গোল খেতে বসেছিল জুভেন্টাস। তবে হোসাম আউয়ারের পোস্ট ঘেঁষে নেওয়া শট ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। চার মিনিট বাদে বিতর্কিত গোলে এগিয়ে যায় লিওঁ। ডি-বক্সে ঢুকে পড়া আউয়ারকে স্লাইড ট্যাকল করেন রদ্রিগো বেন্তানকুর। টিভি রিপ্লেতে পরিষ্কার ট্যাকলই মনে হয়েছে, বলে পা লাগিয়েছিলেনও তিনি। তবে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, ভিএআরেও সিদ্ধান্ত বহাল থাকে। ঠাণ্ডা মাথার স্পট কিকে বল জালে পাঠান ডাচ ফরোয়ার্ড ডিপাই।

১৯ তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করেন ফেদেরিকো বের্নারদেস্কি। ডানদিকের বাইলাইন ধরে গোলরক্ষকসহ দুজনকে কাটিয়ে চলে যান পোস্টের খুব কাছে। তবে তার শট নেওয়ার আগমুহূর্তে লিওঁকে বিপদমুক্ত করেন ডিফেন্ডার মার্সেলো। ৪০তম মিনিটে রোনালদোর দারুণ ফ্রি-কিক ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক লোপেস। এর তিন মিনিট পর রোনালদোর সফল স্পট কিকে সমতায় ফেরে স্বাগতিকরা। মিরালেম পিয়ানিচের ফ্রি-কিকে বল ডিপাইয়ের বুকের সঙ্গে লেগে থাকা হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে জুভেন্টাসের পারফরম্যান্স ছিল বড্ড সাদামাটা। এরই মাঝে রোনালদোর একক নৈপুণ্যে এগিয়ে যায় তারা। ডি-বক্সের বাইরে বল পেয়ে এক-পা দু-পা এগিয়ে আচমকা জোরালো শট নেন তিনি। বল ঝাঁপিয়ে পড়া গোলরক্ষকের হাতে লেগে জালে জড়ায়। আসরে রোনালদোর এটি চতুর্থ গোল। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তার মোট গোল হলো রেকর্ড ১৩০টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে তার গোল হলো ৩৭টি। এরপর প্রতিপক্ষের গোলের অভিমুখে জুভেন্টাসের উপর্যুপরি আক্রমণও যথেষ্ট হয়নি জুভেন্টাসের জন্যে। নির্ধারিত সময় শেষে দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতার পরে অ্যাওয়ে ম্যাচের গোলের হিসেবে পরের রাউন্ডে চলে যায় লিওঁ।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭