ইনসাইড বাংলাদেশ

‘ফার্স্টলেডি শব্দটা পঁচাত্তরের পর প্রথম শুনলাম’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2020


Thumbnail

সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন তখন আমরা কখনও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে আলোচনায় আসতে দেখিনি। ফার্স্টলেডি শব্দটা তখন আমরা শুনিইনি। তখন পত্রিকা ছিল সংবাদ, দৈনিক বাংলা- এইসব পত্রিকাতেও কখনো আলোচনায় আসেননি তিনি। তিনি ছিলেন অগণিত সাধারণ মানুষের মা। এটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বেলা ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘ফার্স্টলেডি শব্দটা পঁচাত্তরের পর প্রথম শুনলাম। এর আগে এসব আমরা শুনিনি।’

প্রসঙ্গত, বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭