ইনসাইড গ্রাউন্ড

করোনায় আক্রান্ত মাশরাফির বাবা-মা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/08/2020


Thumbnail

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পিতা গোলাম মুর্তজা স্বপন ও তাঁর মা হামিদা মুর্তজা বলাকা কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়কের মামী কামরুন্নাহার কুহু এবং ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়াও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শরীরে করোনার উপসর্গ থাকায় বৃহস্পতিবার (৬ আগস্ট) মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন নমুনা দেন। পরে শুক্রবার (৭ আগস্ট) রাতে তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে করোনার সঙ্গে যুদ্ধে জিতেছেন মাশরাফি। গত ১৯ জুন করোনাভাইরাস পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর ১২ জুলাই পরীক্ষা করালে ১৪ জুলাই রাতে রিপোর্ট নেগেটিভ আসে তাঁর। এছাড়া তাঁর স্ত্রী সুমনা হক সুমি ও ছোট ভাই মুরসালিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাঁরা এখন সুস্থ। বাসায় থেকে চিকিৎসা নিয়েই সেরে উঠেছেন তাঁরা।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭