ইনসাইড গ্রাউন্ড

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2020


Thumbnail

করোনা বাঁধা পেরিয়ে শেষ হলো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই। ৫ মাসের বিরতি শেষে বাকি থাকা সেকেন্ড লেগের ম্যাচগুলো হওয়ার পরে নির্ধারিত হয়েছে শেষ আটের নাম। এবারের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। প্রতিবার দুই লেগে ম্যাচ হলেও এবার হবে এক লেগে। আর সবকিছুই সম্পূর্ণ হবে মাত্র ১২ দিনে!  

কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো শুরু হবে ১২ আগস্ট থেকে। প্রথমদিনই নেইমার-এমবাপেদের ক্লাব পিএসজি মাঠে নামবে ইতালিয়ান ক্লাব আটলান্টার বিপক্ষে। ১৩ আগস্ট মুখোমুখি হবে জার্মান ক্লাব আরবি লেইপজিগের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৪ আগস্ট হবে সবচেয়ে আগুনে ম্যাচ, মহারণ বার্সেলোনা বনাম বায়ার্ন মিউনিখ। কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানসিটি মুখোমুখি হবে ফরাসী ক্লাব লিওঁর।

সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে ১৮ এবং ১৯ আগস্ট। ১৮ আগস্ট মুখোমুখি হবে লেইপজিগ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিজয়ী দল এবং পিএসজি ও আটলান্টার মধ্যে বিজয়ী দল। ১৯ আগস্ট মাঠে নামবে ম্যানসিটি-লিওঁর বিজয়ী দল এবং বার্সা-বায়ার্নের মধ্যে বিজয়ী দল। ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।

কোয়ার্টার ফাইনালের সময়সূচী

তারিখ

মুখোমুখি

 

ভেন্যু

 

১২ আগস্ট

 

আটলান্টা-পিএসজি

 

এস্টাডিও ডা লুজ

 

১৩ আগস্ট

 

লেইপজিগ-অ্যাটলেটিকো

 

এস্টাডিও হোসে আলভ্যালাদ

 

১৪ আগস্ট

 

বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ

 

এস্টাডিও ডা লুজ

 

১৫ আগস্ট

ম্যান সিটি-অলিম্পিক লিও

এস্টাডিও হোসে আলভ্যালাদ

 

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭