ইনসাইড গ্রাউন্ড

ক্রিকেটাররা করোনায় আক্রান্ত হলে চিন্তার কিছু নেই!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/08/2020


Thumbnail

জাতীয় ফুটবল দলের স্কোয়াডে করোনা আক্রান্তদের ছড়াছড়ি। এদিকে ফেরার অপেক্ষায় জাতীয় ক্রিকেট দলের সদস্যরাও। ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেলও ফুটবলের মতো ক্রিকেটে করা হয়নি করোনা পরীক্ষা। সেপ্টেম্বরে টাইগারদের যাওয়ার কথা শ্রীলঙ্কা সফরে। এর আগে ঘোষিত হবে স্কোয়াড, করা হবে করোনা পরীক্ষা। ফুটবলের মতো ক্রিকেটেও যদি করোনার ছড়াছড়ি দেখা দেয় তাহলে শঙ্কায় পড়বে মাঠে ফেরা।

অবশ্য কোন টাইগার ক্রিকেটার করোনা আক্রান্ত হলেও তা নিয়ে চিন্তার কিছু নেই বলে মনে করেন টাইগারদের নির্বাচক হাবিবুল বাশার। করোনা পরীক্ষা করানোর পর অন্তত এক মাস সময় থাকবে ক্রিকেটারদের সামনে। তাই এ নিয়ে চিন্তিত নন বাশার। তাঁর বিশ্বাস, কেউ করোনা আক্রান্ত হলে এই সময়ের মাঝেই সেরে উঠবেন।

তিনি বলেন, ‘এখনই ক্রিকেটারদের ঢালাওভাবে করোনা পরীক্ষা করাব না। তবে শ্রীলঙ্কা সফর নিশ্চিত হলে সফরের অন্তত এক মাস আগে সবার পরীক্ষা করানো হবে। পরীক্ষায় পজিটিভ কারো আসতেই পারে। তবে হাতে সময় পাওয়া যাবে। পজিটিভ এলে ওই ক্রিকেটার দুই সপ্তাহের জন্য আইসোলেশনে যাবে। এরপরও হাতে দুই সপ্তাহ সময় থাকবে। আর শ্রীলঙ্কায় গিয়ে আরও দুই সপ্তাহ প্রস্তুতির জন্য সময় পাব। তাই দুশ্চিন্তা করছি না।’

বাশারকে আরও বেশি মানসিক শক্তি যোগাচ্ছে ইংল্যান্ডের মাটিতে হওয়া টেস্ট ম্যাচগুলো। ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট খেলল ইংল্যান্ডে। পাকিস্তানও খেলে ফেলেছে একটি। এখন পর্যন্ত করোনা পরবর্তী ক্রিকেট বিশ্বে দুর্ঘটনার নজির দেখা যায়নি। এ নিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত মোট চারটা টেস্ট হলো। কেউ আক্রান্ত হয়েছে?’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭