ইনসাইড টক

‘দু’মাস গেলে ডেঙ্গু নিয়ে আর ভয় থাকবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2020


Thumbnail

‘এ বছর নানা দুর্যোগ-দুর্বিপাকের মধ্যেও আমাদের জন্য একটু স্বস্তির ব্যাপার হলো দেশে ডেঙ্গু পরিস্থিতিটা মাথাচাড়া দিয়ে ওঠেনি। গত বছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। হাসপাতালগুলো ডেঙ্গু রোগীতে সয়লাব ছিল। এবার তেমনটি হয়নি। এবার শুরু থেকেই কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষ মশক নিধনে ব্যাপক কাজ করেছে। এখনও বিভিন্ন মশক নিধন অভিযান চলছে। এভাবে যদি আমরা আর এক দু’টো মাস পার করতে পারি, তাহলে ডেঙ্গু নিয়ে আর কোনো ভয় থাকবে না।’

কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবিএম আব্দুল্লাহ।

বাংলা ইনসাইডার এর সঙ্গে প্রতিদিনের আলাপচারিতায় আজ তিনি বলেন, ‘গত বছর এই সময়টাতে আমরা দেখেছি, প্রতিদিনই একের পর এক ডেঙ্গুতে মৃত্যুর  খবর আসছিল। প্রচুর মানুষ হাসপাতালে ভিড় জমাচ্ছিল, বেড পাওয়া যাচ্ছিল না। এবার ওই ব্যাপারটা হচ্ছে না। দু’একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। তবে ব্যাপক হারে ডেঙ্গুতে আক্রান্ত বা মৃত্যু ঘটছে না। এই মাহামারির মধ্যেও এটা আমাদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে।’

ডা. আব্দুল্লাহ বলেন, করোনাতেই এবার আমাদের হাসপাতালগুলোতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কিছুদিন আগেও হাসপাতালগুলো রোগীদের জায়গা দিতে পারছিল না। বারান্দায় ফ্লোরে শুইয়ে চিকিৎসা দিতে হচ্ছিল। অ্যাম্বুলেন্সে, রাস্তায়, হাসপাতাল ঘুরে ঘুরে বা হাসপাতালের গেইটেও মানুষ মারা যাচ্ছিল। এই অবস্থার মধ্যে ডেঙ্গুও যদি ব্যাপক আকারে বাড়তো, তাহলে ভয়াবহ অবস্থা হতো। আল্লাহ’র রহমতে এবার তেমন কিছু হয়নি।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মেডিসিন বিশেষজ্ঞ বলেন, ‘গত বছর জানুয়ারি থেকেই ডেঙ্গুর প্রকোপটা শুরু হয়েছিল। এখন আগস্ট মাস। সুতরাং আর এক দু’টো মাস যদি আমরা এভাবে পার করতে পারি, মশক নিধন যদি অব্যাহত থাকে, তাহলে ডেঙ্গু বাড়বে না। কয়েক মাস পর শীত আসবে। আর শীত আসলে ডেঙ্গু এমনিতেই কমে যাবে।’   

তিনি সবাইকে পরামর্শ দিয়ে বলেন, সিটি কর্পোরেশন এবং সাধারণ মানুষ এবার শুরু থেকেই ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক উদ্যোগ নিয়েছিল। সবার সম্মিলিত প্রচেষ্টার ফলে ইতিমধ্যেই আমরা খবর পাচ্ছি যে, মশার লার্ভা কমছে। এই প্রচেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। কোনো ধরনের ঢিলেঢালা ভাব যেন চলে না আসে সেটা নিশ্চিত করতে হবে।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭