ইনসাইড টক

‘ভ্যাকসিন পেতে ১ ঘন্টাও দেরি করা যাবেনা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2020


Thumbnail

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেছেন যে, বিশ্বে যখনই ভ্যাকসিন আসবে তখনই বাংলাদেশ তা পেতে চায় এবং তা নিশ্চিত করাই আমাদের এখন প্রধান দায়িত্ব। তিনি বলেন যে, এই নিয়ে আমরা সব ধরণের প্রস্তুতি নিচ্ছি এবং সব ধরণের পথ খোলা রাখছি। তিনি আরো বলেন, ‘এই দেশের মানুষ প্রত্যাশা করে যে যখন ভ্যাকসিন আসবে, তখন সাথে সাথে যেন আমরা ভ্যাকসিন পাই। ভ্যাকসিন পেতে ১ ঘণ্টাও দেরি করা যাবেনা।’ বাংলা ইনসাইডার এর সঙ্গে আলাপচারিতায় স্বাস্থ্যসেবা সচিব এই কথা বলেন।

তিনি বলেন যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখন প্রধান লক্ষ্য হলো যে, কোভিড-১৯ এর ভ্যাকসিন যখনই বিশ্বে আসবে তখনই যেন তা আমরা পাই তা নিশ্চিত করা। মো. আবদুল মান্নান বলেন যে, আজই আমরা এই ভ্যাকসিন নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছি এবং এই বৈঠকের মাধ্যমে আমরা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করার জন্যে দুই রকমের পথ খোলা রেখেছি। তিনি বলেন যে, যেহেতু আমরা গ্যাভি’র সদস্য এবং গ্যাভি’র যে যে দেশগুলোতে বিনামূল্যে ভ্যাকসিন পাওয়ার সুবিধা রয়েছে তাঁর মধ্যে বাংলাদেশ অন্যতম। কাজেই আমরা আশা করি যে, গ্যাভির মাধ্যমে বাংলাদেশে করোনার ভ্যাকসিন আসবে এবং তখনই আমরা এই ভ্যাকসিন পাবো। তিনি বলেন যে, আমরা শুধু বিনামূল্যের ভ্যাকসিনের আশায় বসে নেই, আমরা পৃথকভাবে আলাদা একটি তহবিল গঠন করে রেখেছি প্রধানমন্ত্রীর নির্দেশে এবং এই তহবিল থেকে আমরা ভ্যাকসিন কিনতেও পারবো।’

স্বাস্থ্যসেবা বিভাগের এই সচিব বলেন যে, আমাদের গবেষকরা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সব জায়গায় খোঁজ রাখছে বিশ্বে ভ্যাকসিনের অবস্থান সম্পর্কে। তিনি বলেন, ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে আমরা আরেকটি বিষয়কে প্রাধান্য দিচ্ছি। তা হচ্ছে দেশে যে বিভিন্ন ওষুধ কোম্পানি আছে তাঁদের সঙ্গে আমরা সমন্বয়ের কাজ শুরু করেছি এবং খুব শীঘ্রই আমরা দেশের সব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে সমস্ত মালিকরা রয়েছেন তাঁদের সঙ্গে বৈঠক করবো।

দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো ভ্যাকসিনের সর্বশেষ অবস্থা, কার কি অগ্রগতি এবং ভ্যাকসিন আসলে তারাও যেন বাংলাদেশে এটা উৎপাদন করতে পারে সে ব্যাপারে খোঁজখবর রাখছে বলে জানান মো. আবদুল মান্নান। তিনি বলেন,‘ এই কারণে বাংলাদেশের ওষুধ কোম্পানির সঙ্গেও আমরা ভ্যাকসিনের ব্যাপারে সমন্বয় সাধন করতে চাই।’

স্বাস্থ্যসেবা সচিব বলেন যে, আমরা জেনেছি যে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যারা ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে এবং যে সমস্ত ওষুধ কোম্পানি ভ্যাকসিন নিয়ে কাজ করছে তাঁদের সঙ্গে যোগাযোগ করছে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে এটা নিয়ে একটা প্রতিযোগিতা রয়েছে এবং তাঁরাও চাইবে যে, দ্রুততম সময়ের মধ্যে যেন ভ্যাকসিন বাংলাদেশে আসে। এজন্য আমরা তাঁদের সাথেও কথাবার্তা শুরু করেছি।

স্বাস্থ্যসেবা সচিব বলেন যে, ‘আমরা কোন পথই বন্ধ করতে চাই না এবং সবগুলো পথ উন্মুক্ত করতে চাই। আমাদের প্রধান লক্ষ্য হলো যে, বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে সব ভ্যাকসিন যেন পায় তা নিশ্চিত করা। তিনি বলেন যে, যতদিন পর্যন্ত করোনার ভ্যাকসিন বাংলাদেশে না আসবে ততদিন পর্যন্ত করোনার সঙ্গে আমাদের বসবাস করতে হবে এবং সেভাবেই স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। আর এই কারণেই আমাদের এখন প্রধান লক্ষ্য হলো করোনার ভ্যাকসিনের দিকে নজর রাখা এবং বিশ্বে ভ্যাকসিনের কোথায় কি কাজ হচ্ছে সে সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করা এবং সবার সঙ্গে যোগাযোগ রাখা। এমন একটি নিশ্চিত পরিস্থিতি তৈরি করা যেন ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গেই আমরা সেই ভ্যাকসিন পাই।’ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭