ইনসাইড বাংলাদেশ

রিহ্যাবের ৩ ডেভেলপার কোম্পানি বহিষ্কার; পদত্যাগ সহ সভাপতির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 10/08/2020


Thumbnail

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে তিন ডেভেলপার কোম্পানিকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া।

সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৪তম সভায় এ তিনটি প্রতিষ্ঠানকে বহিষ্কার করা হয়।  
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় প্রতিষ্ঠানটি।  
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় তিনটি ডেভেলপার কোম্পানিকে রিহ্যাব থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত কোম্পানিগুলো হলো- এমবিকে বিল্ডার্স লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল ইসলাম বাদল, এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার মো. মোস্তফা শহীদ, পিএসসি, বিএন (অব.) দিপ্তি আবাসন লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম।
 
একই সঙ্গে রিহ্যাব থেকে বহিষ্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিতসিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।  
 
সভায় রিহ্যাব পরিচালনা পর্ষদের সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেন। লিয়াকত আলী ভূইয়া ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি হিসেবে ছিলেন।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭