ইনসাইড গ্রাউন্ড

সাকিবের ফেরার আগে ডমিঙ্গোর শর্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2020


Thumbnail

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার অপেক্ষায় টাইগার ক্রিকেটের পোস্টার বয় দসাকিব আল হাসান। আগামী মাস থেকে বিকেএসপিতে ব্যক্তিগত অনুশীলন করবেন সাকিব। সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরে দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ারও। তবে সাকিবের ফেরার আগে হেড কোচ রাসেল ডমিঙ্গোর রয়েছে কিছু শর্ত। সেই শর্তে ডমিঙ্গোর কাছে সাকিবের ব্যক্তিগত অনুশীলন যথেষ্ট মনে হচ্ছে না। পাশাপাশি অন্য ক্রিকেটারদের জন্যও প্রস্তুতি ম্যাচের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। দলে ফিরতে হলে প্রস্তুতি ম্যাচে নিজের যোগ্যতা প্রমাণ করেই ফিরতে হবে বলে জানিয়েছেন এই প্রোটিয়া কোচ।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’কে ডমিঙ্গো জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে সব ক্রিকেটারের প্রত্যাশিত ফিটনেস নিশ্চিত করতে হবে। ডমিঙ্গো বলেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের নির্বাচকদের সাথে কথা বলতে হবে। আমার মনে হয় না ২৯ অক্টোবরের আগে সে কোন অফিসিয়াল ম্যাচ খেলতে হবে। তাই তাকে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে হবে। হতে পারে এটা অন্তঃস্কোয়াড ম্যাচ। তবে নিশ্চিত হতে হবে সে সেই খেলায় অংশ নিতে পারবে। তাকে নিশ্চিত করতে হবে সে ফিট আছে এবং ব্যাটিং-বোলিং করছে।’

গত বছরের অক্টোবরের শেষভাগ থেকে মাঠে নেই সাকিব। করোনার কারণে বাকিদেরও খেলা বন্ধ মার্চ থেকে। অপ্রত্যাশিত বিরতিকে একইরকম মনে হচ্ছে ডমিঙ্গোর কাছে। তিনি বলেন, ‘সাকিব এক বছর ধরে মাঠে নেই, অন্যরা মাঠে নেই ৬-৭ মাস ধরে তাই আমার কাছে এই বিরতি খুব একটা ভিন্ন মনে হচ্ছে না। আশা করছি সব খেলোয়াড়ই ফিট থাকবে। সাকিব ও অন্যদের জন্য ম্যাচ আয়োজন করতে হবে। কোন ধরনের ম্যাচ না খেলে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন খুব কঠিন। সে বিশ্বমানের খেলোয়াড়, তাই আশা করি দ্রুতই আগের ফর্মে ফিরবে।’

অবশ্য প্রস্তুতি নিয়ে চিন্তিত নন ডমিঙ্গো। কারণ শ্রীলঙ্কা সফরের এখনো অনেক সময় বাকি। টাইগার কোচ বলেন, ‘ট্যুরের সূচি চূড়ান্ত হলে আমরাও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব। এখনো অনেক দিন বাকি। সে ফিট থাকলে এবং খেলার জন্য প্রস্তুত থাকলে আমরা এ নিয়ে ভাববো।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭