ইনসাইড গ্রাউন্ড

করোনায় এই বছরে মাঠে ফেরা হচ্ছে না জামালদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2020


Thumbnail

করোনার কারণে বিশ্বকাপ ও এশিয়ান কাপ (দ্বিতীয় পর্ব) বাছাইপর্বের বাকি ম্যাচগুলো এই বছরে আর হচ্ছেনা। দক্ষিণ এশিয়ার কোভিডের প্রাদুর্ভাবের কারণে তা সরে যাচ্ছে ২০২১ সালে। আজ এমনটাই সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

আগের সূচী অনুযায়ী চলতি বছরের অক্টোবরের ৮, ১৩ অক্টোবরে যথক্রমে আফগানিস্তান এবং কাতার এবং ১২ ও ১৭ নভেম্বর যথাক্রমে ভারত এবং ওমানের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল জামাল ভূঁইয়াদের। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালে দ্বিতীয় রাউন্ড শেষ করে ২০২১ সালের মার্চ থেকে আবার তৃতীয় রাউন্ডের খেলা শুরু করবে এএফসি।

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’-তে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ওই ৪ ম্যাচের ৩টি বাংলাদেশ খেলেছে প্রতিপক্ষের মাঠে। বাকি ৪ ম্যাচের ৩টি ( প্রতিপক্ষ আফগানিস্তান, ভারত, ওমান) হওয়ার কথা দেশের মাঠে আর একমাত্র অ্যাওয়ে ম্যাচটি কাতারের বিপক্ষে।

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭