ইনসাইড টক

‘করোনা পরিস্থিতি নিয়ে জনগণকে অন্ধকারে রাখা ঠিক না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2020


Thumbnail

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন, ‘করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের লাইভ অনলাইন বুলেটিন বন্ধ হয়ে গেছে। নানা কারণে হয়তো এটা করা হয়েছে। তবে করোনা পরিস্থিতি জানতে পারলে মানুষ এটা নিয়ে সচেতন হয়। করোনা প্রতিরোধে যেকোন ব্যবস্থা নিতেও উদ্বুদ্ধ হয়।’ বাংলা ইনসাইডারের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে প্রতিদিনের আলাপচারিতায় অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘করোনা বুলেটিন বন্ধ করাটা প্রশাসনিক সিদ্ধান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, লাইভ বুলেটিন না করে তারা প্রেস রিলিজের মাধ্যমে জানাবে। বিষয়টা হলো, করোনা পরিস্থিতিটা সবাইকে জানানো। সেটা প্রেস রিলিজের মাধ্যমেই হোক, কিংবা লাইভ বুলেটিনের মাধ্যমেই হোক। করোনার তথ্য সবার জানাটা খুবই দরকারি। জনগণ জানতে চায় যে, আক্রান্ত কত হচ্ছে, মৃত্যু কত হচ্ছে। এজন্য জনগণকে করোনা পরিস্থিতি জানানোর একটা ব্যবস্থা থাকা উচিৎ। তাদের জানার অধিকার আছে। তাছাড়া এসব জানলে মানুষ সচেতন হয়। তাই করোনা পরিস্থিতি নিয়ে জনগণকে অন্ধকারে রাখা ঠিক না।’

ডা. আব্দুল্লাহ বলেন, ‘লাইভ বুলেটিনের বদলে প্রেস রিলিজ ততটা কার্যকর হবে কি হবে না তা নিয়ে অনেকে নানা রকম কথা বলছেন। অনেকে বলছেন যে, এর ফলে নানা রকম গুজব ছড়াবে। তবে আমি মনে করি যে, যেহেতু নতুন ব্যবস্থায় করোনা তথ্য জানানো হচ্ছে। তাই আমাদের কিছুদিন এটা পর্যবেক্ষণ করা উচিৎ। কিছুদিন দেখে তারপর মন্তব্য করা যেতে পারে যে, প্রেস রিলিজ কার্যকর নাকি কার্যকর নয়।`

প্রবীণ এই চিকিৎসক বলেন, ‘মানুষের সচেতনতাই সবচেয়ে জরুরী। লাইভ বুলেটিন বন্ধ হওয়া মানেই যে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তা কিন্তু নয়। সুতরাং আমাদের সবার এখনও সাবধান থাকতে হবে, সতর্ক হতে হবে। প্রত্যেককে মাস্ক ব্যাবহার করতে হবে। এটা নিয়ে কোনো শৈথল্য দেখানো যাবে না।’

সবাইকে পরামর্শ দিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মেডিসিন বিশেষজ্ঞ বলেন,‘অনেকের মধ্যেই করোনা নিয়ে গা ছাড়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। এটা ঠিক না। এখনও আপনার করোনা হয়নি, তার মানে আপনি বেঁচে গেলেন, আপনার আর করোনা হবে না, তা কিন্তু নয়। সেজন্য আমাদের প্রত্যেকেরই এখনও সচেতনতা অবলম্বন করতে হবে। আপনার সুস্থতা আপনার হাতে। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। সেই সাথে আপনার কর্মক্ষত্র ও আশেপাশের মানুষগুলোও সুস্থ থাকবে।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭