ইনসাইড গ্রাউন্ড

সেপ্টেম্বরে অনুশীলন, অক্টোবরে সাকিবসহ শ্রীলঙ্কা সফর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 12/08/2020


Thumbnail

আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দেশের বোর্ড দ্বিপক্ষীয় সিরিজের মৌখিক নিশ্চয়তা দিয়ে দিয়েছে ইতিমধ্যে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এই সিরিজ নিয়ে হয়েছে এক লম্বা সভা। সভা শেষে জানা গেছে, অক্টোবরেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ। আর এই সিরিজ দিয়েই লাল-সবুজের জার্সিতে ফিরতে যাচ্ছে সাকিব আল হাসান। আর এই সফরের জন্যে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবে টাইগাররা। আজকের বোর্ড সভা শেষে এমন ধারণাই দিয়েছে বিসিবি হর্তাকর্তারা।

হাই পারফরমেন্স ইউনিট চেয়ারম্যান দুর্জয় জানান, ‘এইচপির ২৪ জনের স্কোয়াড যাবে শ্রীলঙ্কা এবং জাতীয় দলের সাথে একসঙ্গে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে এইচপির তরুণরা, ফিরবেও একসঙ্গে। এইচপির থাকা ও খাওয়ার প্রথম অংশটা বিসিবির খরচ। তারপর জাতীয় দল যখন সিরিজে চলে যাবে, তখন এইচপি দলের সঙ্গে লঙ্কান বোর্ডের যে দ্বিপাক্ষিক সিরিজ আছে সেটা হবে এবং আতিথেয়তার সমুদয় খরচ লঙ্কান বোর্ড বহন করবে।’

শ্রীলঙ্কায় ২৪ অক্টোবর প্রথম টেস্ট শুরু হয়ে পুরো পাঁচদিন খেলা হলে তা শেষ হবে ২৮ অক্টোবর। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর, অর্থাৎ সিরিজের প্রথম টেস্ট খেলা হচ্ছেনা তাঁর। আর দ্বিতীয় টেস্টের তারিখ এখনো অনির্ধারিত, তাই সাকিবের ফেরার জন্য দ্বিতীয় টেস্ট যথাযথ মনে হলেও বিসিবি ভাবছে অন্যভাবে। নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সাকিবের ফিটনেস, ইচ্ছা, দলের অবস্থা এবং প্রস্তুতি- সবকিছু নিয়েই এই মুহুর্তে চিন্তা ক্রিকেট বোর্ডের।

এই সম্পর্কে ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান জানান, ‘আমরা মানে বিসিবি চাইলেই হুট করে ২৯ অক্টোবর সাকিবকে মাঠে নামাতে পারবে না। কারণ আইসিসির বেঁধে দেয়া শর্ত হলো, ২৮ অক্টোবর পর্যন্ত সাকিব নিষিদ্ধ। জাতীয় দলের কোন কার্যক্রম, অনুশীলন, টিম মিটিং বা কিছুতেই সে অংশ নিতে পারবে না। ২৯ অক্টোবরের আগপর্যন্ত তাকে সব কিছুর বাইরে থাকতে হবে।

আমরা আইসিসি সঙ্গে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। সাকিব ইস্যুতে আইসিসির শেষ অবস্থান ও বক্তব্য পরিষ্কার জেনে নিয়ে নিজেরা কথা বলব। বোর্ড সভাপতি পাপন ভাই, হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং কোচিং স্টাফদের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলব। সব কথাবার্তার পর আসলে বলা যাবে সাকিব কবে নাগাদ খেলতে মাঠে নামতে পারবে।’

শুধু ফিরলেই তো হবেনা, জাতীয় দলের ক্রিকেটার হিসেবে ফিটনেসটাও তো চাই। তাই আকরামের মতে, সবকিছু মিলিয়েই ঠিক হবে সাকিব কবে ফিরবেন, ‘এখন তাঁর ফিটনেস লেভেল দেখতে হবে। সেটা ট্রেইনার ও ফিজিও খুঁটিয়ে দেখবেন। জাতীয় দলের সঙ্গে অনুশীলনের ব্যাপার আছে। সেটাও ন্যাশনাল টিমের কোচিং স্টাফরা ভাল বুঝবেন। তাদের মতামতই সেখানে অগ্রাধিকার পাবে। এসব জেনে বুঝে আমরা ঠিক করব সাকিবকে কবে মাঠে নামানো যায়।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭