ইনসাইড বাংলাদেশ

গৃহহীনদের বাড়ি দিচ্ছেন সচিবরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2020


Thumbnail

গৃহহীনদেরকে বাড়ি দিচ্ছেন সচিবরা। সচিবদের এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রত্যেক সচিব দুইজন গৃহহীনকে নিজ অর্থে বাড়ি নির্মাণ করে দিবেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউসের নেতৃত্বে ৭১ জন সচিবের এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

মুখ্য সচিব আহমেদ কায়কাউস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য অনেক কিছু করেছেন। আর বঙ্গবন্ধু না হলে আমরা কেউই সচিব হতে পারতাম না। আর সে কারণেই মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে সাড়া দিয়ে সচিবরা এই রকম একটি উদ্যোগ নিয়েছে। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য যে, মুজিববর্ষে কোন মানুষ গৃহহীন থাকবে না, এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রধানমন্ত্রীর এই উদ্যোগে সাড়া দিলেন সচিবরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭