ওয়ার্ল্ড ইনসাইড

মাহাথির: বুড়ো হাড়ে নতুন ভেলকি?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2020


Thumbnail

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কি এবার নতুন ভেলকি দেখাতে চলেছেন? মাত্র চার বছরের মাথায় আবারও নতুন দল গড়লেন তিনি। তার এবারের দলের নাম রাখা হয়েছে ‘পার্টি পেজুয়াং তানাহ এয়ার’ বা জাতির যোদ্ধা দল।

দেশকে দুর্নীতিমুক্ত করার প্রত্যয়ে ২০১৬ সালে বেরসাতু মালয়েশিয়া দল গড়েছিলেন মাহাথির। এই দল নিয়েই তিনি ৯২ বছর বয়সে নির্বাচনে জয় পেয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিলেন। সম্প্রতি বেরসাতুর সভাপতি ও মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের সঙ্গে বিরোধের জেরে নিজ দল থেকেই বহিষ্কৃত হয়েছেন মাহাথির। মালয়েশিয়ার অন্যতম রাজনৈতিক দল উমনো’র (ইউনাইটেড মালয়স ন্যাশনাল অরগানাইজেশন) সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রশ্নে মতবিরোধ দেখা দিয়েছিল মাহাথির ও মুহিদ্দিনের মধ্যে। প্রধানমন্ত্রীত্বও গেছে বেশ কয়েক মাস আগে। এমন অবস্থায় পরবর্তী নির্বাচনকে টার্গেট করে নতুন দল গড়লেন মাহাথির। এই নতুন দলের মাধ্যমে মাহাথির কি আবারও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী করতে পারবেন? 

বিশ্লেষকরা বলছেন, মাহাথিরের অবশ্যই সে সুযোগ রয়েছে এবং ভালো সনভাবনাও রয়েছে। নতুন দলটি তাৎক্ষণিকভাবে ছয়জন সংসদ সদস্য, একজন রাজ্য বিধানসভার নেতা এবং একজন সিনেটরসহ বেরসাতুর সাবেক সব সংসদ সদস্যকেই পাচ্ছে। নতুন দল ‘পেজুয়াং’-এর পরিচিতির দিন বুধবারই ড. মাহাথিরের পাশে পাকাতান হারাপান জোটের তিনটি দলের নেতাদের দেখা গেছে। গত শুক্রবার নতুন দল গড়ার ঘোষণা দিতেই সাবেক এ প্রধানমন্ত্রীকে সমর্থন জানান মুহিদ্দিনের জোটের বেশ কয়েকজন বিভাগীয় নেতা এবং কয়েক ডজন সদস্য।

বুধবার মালয়েশিয়ার পেরাক রাজ্যে এক রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে ড. মাহাথির বলেন, ‘আমরা মালয়দের বিভক্ত করতে চাই না, তবে আমরা চাই মালয়দের পক্ষে লড়ার জন্য তাদের একটি দল থাক। এই দল দেশের দুর্নীতি পরিষ্কার করার জন্য। আমরা এর নাম দিয়েছি পার্টি পেজুয়াং তানাহ এয়ার।’

নিজের ব্লগে নতুন দলের নাম প্রকাশ করে সাবেক এ প্রধানমন্ত্রী লেখেন, ‘দুর্নীতি আমাদের জাতিকে ধ্বংস করছে, দুর্নীতি মালয়দের ধ্বংস করছে। আপনি যদি অবস্থান ও অর্থ চান, তাহলে অন্য দলে যান।’

ব্লগে ৯৫ বছর বয়সী এ নেতা বলেন, তার আগের দল বেরসাতু মালয়েশিয়া স্বার্থান্বেষী ক্ষমতালোভীরা ছিনিয়ে নিয়ে গেছে। আপনি যদি নিজের মর্যাদা ফিরিয়ে নিতে এবং আমাদের অধিকার রক্ষা করতে চান, তবে আমাদের দল বেছে নিন, পেজুয়াং নির্বাচন করুন।’

মাহাথিরের ডাকে আবারও মালয়েশীয়রা সমর্থন দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭