ইনসাইড গ্রাউন্ড

‘ইমরান নিজেকে সৃষ্টিকর্তা মনে করছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 13/08/2020


Thumbnail

সাবেক পাকিস্তানি অধিনায়ক এবং কিংবদন্তী ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ তাঁর নিজের ইউটিউব চ্যানেলে দেশটির প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য মিয়াঁদাদ একের পর এক গুরুতর অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। ইমরান নিজেকে ‘সৃষ্টিকর্তা’ মনে করছেন বলে অভিযোগ তুলে জাভেদ মিয়াঁদাদ দাবি করেন, শুধু খেলার মাঠে নয়, রাজনীতির মাঠেও ইমরানকে হারাতে অসুবিধা হবে না জাভেদ মিয়াঁদাদের।

তিনি বলেন, ‘খেলার মাঠে আমি তোমার অধিনায়ক ছিলাম। আমি তোমাকে সবসময় পরিচালনা করেছি। আর এখন তুমি নিজেকে সৃষ্টিকর্তা মনে করছো। এ মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) যারা দায়িত্বে আছেন, তাদের কারও ক্রিকেটের প্রাথমিক ধারণাটুকু নেই। আর ইমরান খানের সুপারিশেই এসব অদক্ষ লোক বোর্ডে স্থান পেয়েছে। বিষয়টি পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই ক্ষতিকর।’

পাকিস্তানের ডিপার্টমেন্টাল ক্রিকেট বন্ধ করে দিয়েছেন ইমরান খান। ফলে ঘরোয়া ক্রিকেটে চুটিয়ে খেলা অনেক ক্রিকেটার এখন বেকার হয়ে গিয়েছে- এমন অভিযোগ তুলে মিয়াঁদাদ বলেছেন, ‘ইমরান খান নিজেও ডিপার্টমেন্টাল ক্রিকেট খেলেছে। শোয়েব মালিক, বাবর আজম, ফাওয়াদ আলমের মতো ক্রিকেটাররাও এই টুর্নামেন্ট খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছে। এখানে খেলে অনেক ক্রিকেটার চাকরি পেত। কিন্তু ইমরান খান এবার সেটা বন্ধ করে দিয়েছে। যা পারছে ও করছে। নিজে একজন ক্রিকেটার হয়ে ও ক্রিকেটারদের ক্ষতি করছে।’

বাংলা ইনসাইডার/এসএম



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭