ইনসাইড বাংলাদেশ

পিটিয়ে ৩ কিশোর হত্যা; কেন্দ্রের পরিচারক বহিস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 14/08/2020


Thumbnail

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ ১০ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তাদের শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচারক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্ববধায়ক মাসুম বিল্লাহ, সাইকো সোস্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানসহ ১০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। সবার নামপরিচয় জানা যায়নি। এর মধ্যে সহকারী পরিচারক আব্দুল্লাহ আল মাসুদকে বহিস্কার করেছে সমাজকল্যান মন্ত্রণালয়।

যশোরের পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, অনাকাঙ্খিত এ ঘটনার পর থেকেই প্রকৃত তথ্য উদঘাটনে তদন্ত করছে পুলিশের একাধিক টিম। এরই অংশ হিসেবে ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিশোরদের অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এটাকে আটক কিংবা গ্রেফতার বলা যাচ্ছে না।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭